ডিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫ ২০:৩১ পিএম
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম পর্বে নয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। এবারের আসরে সবার আগে সুপার লিগ নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবও পরের রাউন্ডে অনেকটাই পা দিয়ে ফেলেছে। যদিও গত আসরের রানার্সআপদের কাগজে-কলমে এখনও সুপার সিক্স নিশ্চিত হয়নি। ১২ দলের টুর্নামেন্টে সুপার লিগের টিকিট পাচ্ছে কারা, গ্রুপ পর্বের শেষ দুই রাউন্ডে নির্ধারণ হবে সব হিসাব-নিকাশ। এই লড়াইয়ে অবশ্য আগেই ছিটকে গেছে পাঁচটি দল। ফলে অনুমেয়ভাবে পরের রাউন্ডের দৌড়ে থাকা ছয় দলের মধ্যে একটি দলকে নেমে যেতে হবে রেলিগেশন লিগে।
দেশের একমাত্র লিস্ট ‘এ’ টুর্নামেন্টের গত আসরে টানা ১১ ম্যাচ জিতে
অপরাজিত দল হিসেবে সুপার লিগে উঠেছিল আবাহনী লিমিটেড। পরে সুপার লিগেও দাপট দেখিয়ে
ট্রফিও নিজেদের ঘরে তুলেছিল আকাশি-হলুদ শিবির। শিরোপা ধরে রাখার মিশনে এবার আসরের প্রথম
ম্যাচেই হারের মুখে পড়ে নাজমুল হোসেন শান্ত ব্রিগেড। তবে টানা আট ম্যাচ জিতে ঠিকই ঘুরে
দাঁড়িয়েছে পারভেজ হোসেন ইমন-মোসাদ্দেক হোসেন সৈকতরা। রাউন্ড রবিন লিগ শেষে সুপার লিগের
দৌড়ে আছে যথাক্রমেÑ মোহামেডান, গাজী গ্রুপ ক্রিকেটার্স, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব,
লেজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
লিগে ৯ ম্যাচে ৮ জয় ও ১ হারে ১৬ পয়েন্ট নিয়ে তালিকায় সবার ওপরে আবাহনী।
আসরে প্রথম ম্যাচে তারা হেরেছিল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে। প্রথম ম্যাচে
নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের কাছে বড় ব্যবধানে হেরেছিল মোহামেডানও। পরের ৮ ম্যাচে
৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় দুইয়ে উঠে এসেছে তামিম ইকবাল-তাওহিদ হৃদয়রা। মোহামেডানকে
হারানো গাজী গ্রুপ ক্রিকেটার্স ৬ জয় ও ৩ হারে ১২ পয়েন্ট নিয়ে আছে তিনে। সবশেষ ম্যাচে
রেলিগেশনে থাকা রূপগঞ্জ টাইগার্সের কাছে পরাজিত এনামুল হক বিজয়ের দল হেরেছে লেজেন্ডস
অব রূপগঞ্জ ও আবাহনী লিমিটেডের বিপক্ষে। সমান ১২ পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে চারে
আছে অগ্রণী ব্যাংক। ইমরুল কায়েসদের হার গাজী ক্রিকেটার্স, পারটেক্স স্পোর্টিং ক্লাব
ও প্রাইম ব্যাংকের কাছে।
৯ ম্যাচে সমান পাঁচটি করে জয় আছে লেজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট
ক্লাব ও প্রাইম ব্যাংকের। তবে পরিত্যক্ত ম্যাচ থেকে পয়েন্ট পাওয়ায় রূপগঞ্জ ও গুলশান
সমান ১১ পয়েন্ট নিয়ে নেট রানরেটের ব্যবধানে আছে যথাক্রমে পাঁচ ও ছয়ে। ৫ জয় ও ৪ হারে
১০ পয়েন্ট নিয়ে সাতে আছে প্রাইম ব্যাংক। সুপার লিগ থেকে ছিটকে গেছে ধানমন্ডি স্পোর্টস
ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, পারটেক্স স্পোর্টিং
ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ৯ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে
নুরুল হাসান সোহানের দল। সমান ৫ পয়েন্ট নিয়ে নবম ও দশম স্থানে আছে রূপগঞ্জ টাইগার্স
ও ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট ৫। পারটেক্স স্পোর্টিং ক্লাব ৯ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট
নিয়ে আছে ১১ নম্বরে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা শাইনপুকুর ক্রিকেট ক্লাব জয় পেয়েছে
কেবল একটি ম্যাচে।
নবম রাউন্ড শেষে পয়েন্ট টেবিল
দল |
ম্যাচ |
জয় |
হার |
পরিত্যক্ত |
পয়েন্ট |
নেট রান |
আবাহনী লিমিটেড |
৯ |
৮ |
১ |
০ |
১৬ |
১.৬২৬ |
মোহামেডান স্পোর্টিং ক্লাব |
৯ |
৭ |
২ |
০ |
১৪ |
০.৬৮০ |
গাজী গ্রুপ ক্রিকেটার্স |
৯ |
৬ |
৩ |
০ |
১২ |
০.৬৪৭ |
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব |
৯ |
৬ |
৩ |
০ |
১২ |
০.২৭৭ |
লেজেন্ডস অব রূপগঞ্জ |
৯ |
৫ |
৩ |
১ |
১১ |
১.৯৩৯ |
গুলশান ক্রিকেট ক্লাব |
৯ |
৫ |
৩ |
১ |
১১ |
০.০৪২ |
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব |
৯ |
৫ |
৪ |
০ |
১০ |
০.৩৯৪ |
ধানমন্ডি স্পোর্টস ক্লাব |
৯ |
৩ |
৬ |
০ |
৬ |
-০.৫৪৮ |
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব |
৯ |
২ |
৬ |
১ |
৫ |
-০.৮০০ |
ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড |
৯ |
২ |
৬ |
১ |
৫ |
-০.৮৭৩ |
পারটেক্স স্পোর্টিং ক্লাব |
৯ |
২ |
৭ |
১ |
৪ |
-১.১০১ |
শাইনপুকুর ক্রিকেট ক্লাব |
৯ |
১ |
৮ |
০ |
২ |
-২.১১৫ |