× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএল

নাসিরের ফেরার দিনে সেঞ্চুরি তামিমের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫ ১৫:৫২ পিএম

প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাটে-বলে ফেরার বার্তাটা ভালোভাবেই দিয়ে রেখেছেন নাসির হোসেন; ছবি- আ. ই. আলীম

প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাটে-বলে ফেরার বার্তাটা ভালোভাবেই দিয়ে রেখেছেন নাসির হোসেন; ছবি- আ. ই. আলীম

ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে তথ্য গোপন করায় নিষেধাজ্ঞায় পড়েছিলেন নাসির হোসেন। সেই কালো অধ্যায় শেষে ২০ মাস পর আবারও ফিরেছেন ক্রিকেটে। এতদিন খেলার বাইরে থাকার ছাপ পড়তে দেননি বাইশ গজে। ব্যাটে-বলে ফেরার বার্তাটা ভালোভাবেই দিয়ে রেখেছেন এই অলরাউন্ডার। রেলিগেশন লেগে থাকা তার দলও পেয়েছে আত্মবিশ্বাসী এক জয়। নাসিরের প্রত্যাবর্তনের দিনে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম। লিস্ট-এ ক্রিকেটে তার তৃতীয় সেঞ্চুরির দিনে দাপুটে জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচে জয়ে ফিরেছে ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

 

রূপগঞ্জ টাইগার্সের আত্মবিশ্বাসী জয়

নাসিরের অন্তর্ভুক্তিকে দুর্দান্তভাবে কাজে লেগেছে রূপগঞ্জ টাইগার্সের। লিগে রেলিগেশন জোনে থাকা দলটি আট ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ছিল পয়েন্ট তালিকার ১১ নম্বরে। বাংলাদেশের অলরাউন্ডারের ক্রিকেটে ফেরার দিনে গাজী ক্রিকেটার্সের বিপক্ষে ৮ উইকেটের আত্মবিশ্বাসী জয় পেয়েছে আল আমিন জুনিয়রের দল। এই জয়ে ৫ পয়েন্ট নিয়ে তালিকার ৯ নম্বরে উঠে এসেছে রূপগঞ্জ।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৩৩.২ ওভারে ১৫৮ রানে অলআউট হয় গাজী ক্রিকেটার্স। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার দিনে বল হাতে ১০ ওভারে ৩১ রান খরচায় ১ উইকেট নিয়েছেন ডানহাতি অফ স্পিনার। পরবর্তীতে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে দুই চারে ১১ বলে ৯ রান করেছেন নাসির।

১৫৯ রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই আব্দুল মজিদ ও অমিত মজুমদারের ১৩৮ রান করার সুবাদে রূপগঞ্জ ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। হাফ সেঞ্চরি পাওয়ার পর রিটায়ার্ট হার্ট হয়ে মাঠ ছাড়েন ৭৯ বলে ৫৩ রানের ইনিংস খেলা মজিদ। পরের ওভারে আউট হয়েছেন অমিত। পেসার তোফায়েল আহমেদের বলে উইকেটের পেছনে এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ দিয়েছেন ৯৮ বলে ৭৬ রানে। পরবর্তীতে রূপগঞ্জের জয় নিশ্চিত করেন আসাদুল্লা আল গালিব ১৩* ও আল আমিন জুনিয়র ২*।

 

রূপগঞ্জের কাছে পাত্তাই পেল না পারটেক্স

বিকেএসপির ৩ নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডের ম্যাচে আগে ব্যাট করে ৩৪ ওভার ৪ বলে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় পারটেক্স। তানজিদ হাসান তামিমের ৫৯ বলে ১০ চার এবং ৭ ছক্কার সাহায্যে অপরাজিত ১০৩ রানের ইনিংসের জবাবে কোনো উইকেট না হারিয়েই মাত্র ১৮ ওভার ৩ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ। অপর প্রান্তে অধিনায়ক সাইফ হাসান অপরাজিত ছিলেন ২৬ রানে।

এর আগে ব্যাটিংয়ে রান পাননি আরেক ওপেনার জয়রাজ শেখ, ব্যক্তিগত ১৬ রান করে রেজাউর রাজার শিকার হন তিনি। এরপর রুবেল মিয়া (৪১ রান) এবং আহরার আমিন পিয়ান (২৪ রান) কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৯ রানে থেমে যায় ইনিংস। বল হাতে শেখ মাহাদি ৩২ রান দিয়ে ৪ উইকেট নেন। শরিফুল ইসলাম ও রেজাউর রাজা পান ২টি করে উইকেট।

 

সুপার লিগের পথে অগ্রণী ব্যাংক

বিকেএসপিতে ৪ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নকে ৪ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। টস জিতে ব্রাদার্সকে ব্যাটিংয়ে পাঠায় অগ্রণী ব্যাংক। ব্যাটিংয়ে অলক কাপালির ব্যাটিং দৃঢ়তায় ২৩৮ রানের ইনিংস গড়ে ব্রাদার্স। ৫৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলে আউট হন অভিজ্ঞ অলরাউন্ডার। অগ্রণী ব্যাংকের বোলারদের মধ্যে তাইবুর ৪১ রান খরচায় শিকার করেন চারটি উইকেট।

মাঝারি মানের লক্ষ্যে খেলতে নেমে সাদমান ইসলামের ৪৪ ও মার্শাল আইয়ুবের ৪১ রানের ইনিংসের পর দ্রুত উইকেট হারিয়ে স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৬৪। ষষ্ঠ উইকেটে তাইবুর ও শুভাগত হোম মিলে গুরুত্বপূর্ণ ৫৮ রানের জুটি গড়েন। জয় থেকে ১৭ রান দূরে থাকতে তাইবুর ৩৫ রানে আউট হলেও শুভাগত ৩৫ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিশ্চিত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা