প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫ ১২:২৪ পিএম
বারবার মাথায় চোট, যা ক্রিকেটে পরিচিত ‘কনকাশন’ নামে। সেই চোটের কারণে শেষ পর্যন্ত ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে বাধ্য হলেন অস্ট্রেলিয়ান তারকা উইল পুকোভস্কি। ক্যারিয়ারজুড়ে মূল সমস্যা হয়ে ছিল মাথায় বল লাগা। ২০১৯ সাল থেকে সব ধরনের ক্রিকেটে কনকাশন সাব নিয়ম প্রচলন ঘটার পর থেকে সবচেয়ে বেশি কনকাশন সাব হয়েছে এই উইল পুকোভস্কির জন্যই।
কেন, কীভাবে তার মাথাতেই বল লাগে, সেটা এক গবেষণার বিষয়ই বটে। সব মিলিয়ে ১৩ বার বল লেগেছে তার মাথাতে। অবশেষে এবার সে কারণেই মোটে ২৭ বছর বয়সে পুকোভস্কি ক্রিকেটকে বিদায় বলে দিচ্ছেন।
গত বছরের মার্চে একটি বাউন্সারে মাথায় আঘাত পান তিনি। এরপর থেকে আর খেলেননি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার এসইএন রেডিওতে বলেন, ‘কীভাবে আবার পেশাদার খেলায় ফিরব, সেটা কল্পনা করাই কঠিন। কারণ আমি ঠিকভাবে জীবনও যাপন করতে পারছি না।’
সে কারণেই এবার তিনি ক্রিকেটকে বিদায় বলছেন। মাত্র ১৮ বছর বয়সে তারকা ভিক্টোরিয়া দলে জায়গা করে নিয়েছিলেন পুকোভস্কি। তখনই সবাই ধরে নেয়, সামনে বড় কিছু হতে যাচ্ছেন তিনি। কিন্তু শর্ট বলের প্রতি দুর্বলতা ছিল তার।
ক্যারিয়ারে ১৩ বারের মতো মাথায় আঘাত পেয়েছেন, তাতে ‘অবদান’ ছিল সে দুর্বলতারও। সবশেষ যেবার হলো, সেবার চিকিৎসকরা পরামর্শ দেন, তিনি যেন খেলা ছেড়ে দেন। তিনিও মেনে নিলেন। আর এভাবেই শেষ হয়ে গেল পুকোভস্কির স্বপ্নের মতো যাত্রা। যে তরুণ একসময় অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ ছিলেন, তিনিই এখন মাঠ থেকে চিরতরে বিদায় নিলেন।