× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫ ১০:৩৬ এএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫ ১১:২৩ এএম

শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এ মাসে আসছে জিম্বাবুয়ে। দুই ম্যাচের সেই সিরিজের জন্য দলও ঘোষণা করেছে তাদের বোর্ড। উইলিয়ামস-কারানসহ শক্তিশালী এক দল নিয়েই আসছে জিম্বাবুয়ে। সবশেষ আয়ারল্যান্ড সিরিজ থেকে তিনটি পরিবর্তনও এনেছে ক্রেগ আরভিনের দল।

পিঠের ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন দলটির অন্যতম তারকা শন উইলিয়ামস। তিনি ফিরবেন এ সিরিজে। সাদা পোশাকের ক্রিকেটে নেতৃত্ব দিয়ে ফিরছেন ক্রেগ আরভিন। দলে আছেন ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানির মতো তারকা।

এ বছরের ফেব্রুয়ারিতে খেলা আয়ারল্যান্ড সিরিজ থেকে তিনটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। উইকেটকিপার-ব্যাটার জয়লর্ড গাম্বির জায়গায় দুই বছর পর জাতীয় দলে এসেছেন তাফাদজওয়া সিগা। নিউম্যান নিয়ামুরির জায়গায় ফিরেছেন বাঁ হাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। তিনিও সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এসেছেন উইলিয়ামস।

ব্লেসিং মুজারাবানি দেবেন বোলিং আক্রমণে নেতৃত্ব। তার সঙ্গে থাকবেন রিচার্ড এনগারাভা। দলে অভিষেক না হওয়া লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা আছেন চমক হিসেবে।

২০২০ সালের ফেব্রুয়ারির পর বাংলাদেশে টেস্ট খেলতে আসা জিম্বাবুয়ের প্রথম ম্যাচ ২০ এপ্রিল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তারপর চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৮ এপ্রিল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বসবে সাদা পোশাকের মহারণ।

সর্বশেষ একমাত্র টেস্টটিতে স্বাগতিক বাংলাদেশের কাছে ইনিংস ও ১০৬ রানে হেরেছে জিম্বাবুয়ে। এবার সে হারের জবাব দিতে প্রস্তুত হয়ে আসছে আফ্রিকার দলটি।

জিম্বাবুয়ে স্কোয়াড
ক্রেগ আরভিন (অধিনায়ক), ব্রায়ন বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গুয়ান্ডো, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলয়ামস।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা