× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৫ বছরের সম্পর্কের ইতি, বায়ার্ন ছাড়ছেন মুলার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫ ১৬:৩৮ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫ ১৬:৫৬ পিএম

২৫ বছরের সম্পর্কের ইতি, বায়ার্ন ছাড়ছেন মুলার

দুই যুগের অবসান হতে যাচ্ছে জার্মান ফুটবলে। বায়ার্ন মিউনিখের কিংবদন্তি থমাস মুলার চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন। ২৫ বছরের অসামান্য এই পথচলার শেষটা হবে ২০২৪-২৫ মৌসুম শেষে, যখন শেষবারের মতো বায়ার্নের জার্সি গায়ে চাপাবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করলেন।

২০০০ সালে বায়ার্নের একাডেমিতে যোগ দিয়ে যাত্রার শুরু। এরপর মুলারের সিনিয়র দলে ২০০৮ সালে অভিষেক হয়। সে যাত্রাটা ২০২৫ সালে এসে থেমে যাচ্ছে। এই দীর্ঘ যাত্রায় বায়ার্নের জার্সিতে খেলেছেন রেকর্ড ৭৪৩ ম্যাচ।

৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড শনিবার এক্সে দেওয়া বিবৃতিতে যা বললেন তিনি, তাতে তার ভক্তদের আফসোসই হওয়ার কথা। তিনি জানান, ক্লাবে আরও একটা মৌসুম খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষমেশ ক্লাবই তাকে চায়নি! 

তিনি বলেন, ‘ক্লাব আগামী মৌসুমের জন্য আমার সঙ্গে নতুন চুক্তিতে যেতে চায় না। যদিও এটা আমার ব্যক্তিগত ইচ্ছার সঙ্গে মেলে না, তবে ক্লাবের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।’

১৭ বছরের সিনিয়র ক্যারিয়ারে মুলার জিতেছেন ১২টি বুন্দেসলিগা (টানা ১১টি)। সঙ্গে আছে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়টি ডিএফবি-পোকালসহ অসংখ্য শিরোপা।

বায়ার্নের ইতিহাসে গোলসংখ্যায় তিনি আছেন সেরা তিনে। তার গোলসংখ্যা ২৪৭, তিনি আছেন তৃতীয় অবস্থানে। তার ওপরে আছেন কেবল জার্ড মুলার (৫৬৫) ও রবার্ট লেভানডোভস্কি (৩৪৪)। এক কিংবদন্তির বিদায় ঘণ্টা বাজিয়ে দিল বায়ার্ন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা