প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫ ১৬:৩৪ পিএম
নিউজিল্যান্ড সফর ভুলে যেতে পারলেই বাঁচে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ ১-২ ব্যবধানে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে তারা। এমন ব্যর্থ সফরের পর যখন মুখ লুকানোর জায়গা খুঁজছেন দলটির ক্রিকেটাররা, তখনই আরেকটি দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। শেষ ওয়ানডেতে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ব্যাটার ইমাম-উল-হককে।
শনিবার নিউজিল্যান্ডের দেওয়া ২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। ইনিংসের তৃতীয় ওভারে জ্যাকব ডাফির বলে এক রান নেয়ার জন্য দৌড়ান ইমাম। বল শর্ট কাভার থেকে নন-স্ট্রাইক এন্ডে থ্রো করেন কিউই ফিল্ডার।
আর সেই থ্রো করা বল সরাসরি লাগে ইমামের হেলমেটে। বল হেলমেটের সামনের গ্রিল দিয়ে ভিতরে ঢুকে যায়। আঘাত পেয়ে হেলমেট খুলে গালে হাত দিয়ে মাটিতে বসে পড়েন পাকিস্তানের এই ওপেনার।
ইমামের মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। মাঠে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তাতে কাজ হয়নি। পরে তাকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানো হয়। তার জায়গায় কনকাশন সাব হিসাবে ব্যাট করতে নামেন উসমান খান।
ইমামের চোট কতটা গুরুতর সে ব্যাপারে অবশ্য এখনো চূড়ান্তভাবে কিছু জানায়নি পাকিস্তান।
কিউইদের বিপক্ষে আজ মোহাম্মদ রিজওয়ানদের ছিল ‘মান বাঁচানোর লড়াই।’ সেই লড়াইয়ে বারবার মুখ ধুবড়ে পড়েছে সফরকারীরা। না ব্যাটিংয়ে, না বোলিংয়ে—এ যেন পুরো সিরিজের প্রতিচ্ছবি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। আজ ২৬৪ রানের জবাবে নেমে থেমেছে ২২১ রানে। তবে এই হারের শিক্ষা পাকিস্তান সুপার লিগে কাজে লাগাতে চায় পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান।