প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫ ১৮:৪৪ পিএম
মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কানাডা ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কার্টনকে। জন্মভূমি বার্বাডোজের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে স্থানীয় পুলিশ।
গণমাধ্যমের খবর, রবিবার বিমানবন্দরে জব্দ করা ২০ পাউন্ড (৯ কেজির বেশি) গাঁজা সরবরাহের সঙ্গে কার্টনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে আটক করা হয়। নামিবিয়া সফর শেষে কানাডায় ফিরেছিলেন ২২ বর্ষী এই ব্যাটিং অলরাউন্ডার। সেখান থেকে একটি ফ্লাইটে বার্বাডোজে যাচ্ছিলেন।
কার্টনের গ্রেপ্তারের খবরে এক বিবৃতিতে ক্রিকেট কানাডা জানিয়েছে,
তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, ‘জাতীয় দলের খেলোয়াড় কার্টনের বিরুদ্ধে সাম্প্রতিক
অভিযোগ এবং তার আটকের বিষয়ে ক্রিকেট কানাডাকে অবগত করা হয়েছে। আমরা অত্যন্ত সক্রিয়
ও নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ক্রিকেট কানাডা স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তার ব্যাপারে আরও বিশদ তথ্য পাওয়া গেলে জানানো হবে।’
নিকোলাস কার্টনের জন্ম বার্বাডোজে হলেও মা কানাডিয়ান। ২০১৮ সালে কানাডায়
পাড়ি জমানোর আগে তিনি ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। ২০২০ সালে জ্যামাইকা
তালাওয়াসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) খেলেছেন। কানাডার জার্সিতে এখন
পর্যন্ত ২১ ওয়ানডেতে ৫১৪ ও ২৮ টি-টোয়েন্টিতে ৬২৭ রান এসেছে কার্টনের ব্যাট থেকে।