× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএল

মোহামেডানের নেতৃত্বে তামিমের বদলি কে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫ ১৮:৪১ পিএম

মোহামেডানের নেতৃত্বে তামিমের বদলি কে

ঈদুল ফিতরের ছুটি শেষে সব সেক্টরের মতো ক্রীড়াঙ্গনেও ব্যস্ততা শুরু হয়েছে। রবিবার থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডের খেলা। রমজানে খেলা চলাকালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল অসুস্থ হয়ে কার্যত ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। যে কারণে আলোচনায় তামিমের স্থলাভিষিক্ত হিসেবে অধিনায়কত্ব পাবেন কে? তারকা ঠাসা দল মোহামেডানের নেতৃত্বে কে আসবেন তা নিয়েই চলছে আলোচনা।

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ কয়েকদিন পরই যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেওয়া আরেক অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্ব নেওয়ার সম্ভাবনা নেই। যে কারণে মোহামেডানের অধিনায়কত্বের আলোচনায় সবচেয়ে বেশি এগিয়ে বর্তমানে জাতীয় দলের মিডল অর্ডারের আস্থা তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়।

মোহামেডানের টিম ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন ইঙ্গিতই দিয়েছেন, ‘আগামীকালকে (শনিবার) অফিসিয়াল অনুশীলন শুরু। তারপরে জানতে পারব আসলে কে হবে। এখন পর্যন্ত তাওহীদ হৃদয়ের ভালো সুযোগ রয়েছে। দু-একটি ম্যাচ সে কন্ট্রোল করেছে তামিম যখন বাইরে ছিল তখন। পসিবিলিটি বেশি, তবে সেটা টিম ম্যানেজমেন্ট দেখবে বা সেটা ক্লাব দেখবে।’

তিনি আরও বলেন, ‘এইবার একটা লিগ হচ্ছে যেটা খেলা ইম্পরট্যান্ট সবাই বলছে। প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ। একটা খেলা হেরে গেলে অনেক পিছিয়ে যেতে হবে। তো আমরা চাচ্ছি প্রতিটা ম্যাচ জিতে সুপার লিগ ধরে রাখতে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর কোনো অপশন নেই। একটা ম্যাচ হেরে গেলে আমরা অনেক পিছিয়ে যাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা