× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালো প্রস্তুতির পরও আফসোস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫ ১৭:২১ পিএম

অনুশীলনে হকি দল। বৃহস্পতিবার মওলানা ভাসানী স্টেডিয়াম থেকে তোলা ছবি। প্রবা ফটো

অনুশীলনে হকি দল। বৃহস্পতিবার মওলানা ভাসানী স্টেডিয়াম থেকে তোলা ছবি। প্রবা ফটো

ঈদের ছুটি কাটিয়ে আবারও মাঠের অনুশীলনে ফিরেছেন হকি খেলোয়াড়রা। এএইচএফ কাপ সামনে রেখে চলছে শেষ ধাপের প্রস্তুতি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে পুষ্কর খিসা মিমো-রাকিবুল হাসানদের। তবে বাবার অসুস্থতার কারণে ক্যাম্পে আসতে পারেননি অধিনায়ক মেহরাব হোসেন সামিন। 

ওমানে তার অধিনায়কত্বে বাংলাদেশ প্রথমবার যুব বিশ্বকাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করে। ১৪ এপ্রিল রাতে বাংলাদেশ দল ইন্দোনেশিয়ার উদ্দেশে উড়াল দেবে। এখন ২৪ জনের দল থাকলেও কয়েক দিনের মধ্যে ১৮ জন চূড়ান্ত হবেন। এএইচএফ কাপের শীর্ষ চার দল এশিয়া কাপে খেলবে। বাংলাদেশ গত কয়েক আসরে এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হয়েছে। এবারও অভিন্ন লক্ষ্য। তবে কোচ মামুন উর রশিদ আশার সঙ্গে শুনিয়েছেন শঙ্কার কথাও।

মাসব্যাপী প্রস্তুতির পরও বাংলাদেশ দলের কোচ বলেছেন, তিনি প্রস্তুতি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন, ‘আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে। তবে দেশের বাইরের দলের বিপক্ষে ম্যাচ খেলতে পারলে সেটা আরও ভালো হতো। এরই মধ্যে আমরা দেশে বিমানবাহিনীর বিপক্ষে ৫টি ম্যাচ খেলছি।’ প্রস্তুতি নিয়ে ঘাটতি থাকলেও লক্ষ্যে অবিচল মামুন উর রশিদ, ‘দেশের বাইরে আসলে ইন্দোনেশিয়ায় আগে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু ওখানে সিঙ্গাপুর কিংবা অন্য কাউকে পাওয়া সম্ভব নয়। উজবেকিস্তান তো সাড়া দিচ্ছে না। আশা করছি এটা বড় কোনো সমস্যা হবে না। এই টুর্নামেন্টে আমরা সব সময় সেরা সাফল্য পেয়েছি। এবারও লক্ষ্য একই থাকছে।’

ছুটিতে যাওয়ার আগেই স্কোয়াড ২৪ জনে নামিয়ে আনা হয়েছিল। কোচ মামুন উর রশিদ জানিয়েছেন, এ মাসের ৯-১০ তারিখের মধ্যেই ১৮ জনের দল চূড়ান্ত করে ফেলবেন তিনি। এরপর ১৫ এপ্রিল ইন্দোনেশিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, কাজাখস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। ১৮ এপ্রিল কাজাখস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা