× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলকাতার হয়ে নারাইনের ‘ডাবল সেঞ্চুরি’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫ ১৫:৪০ পিএম

কলকাতার হয়ে নারাইনের ‘ডাবল সেঞ্চুরি’

ক্রিকেট বিশ্বে বর্তমানে টি-টোয়েন্টির ঝনঝনানি। কুড়ি কুড়ির ফরম্যাটে সময়ের অন্যতম সেরা স্পিনার সুনীল নারাইন। ক্যারিবিয়ান এই রহস্য স্পিনার ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন। তবুও যেন তার বোলিংয়ের ধার কমেনি এতটুকুও। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে বিরল এক কীর্তি গড়েছেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ইডেন গার্ডেনসে আইপিএলের ১৫তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৮০ রানের বড় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে ৪ ওভার বোলিং করে ৩০ রানের বিনিময়ে নারাইন শিকার করেছেন এক উইকেট। আর তাতেই কলকাতার জার্সিতে দুইশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এই অভিজ্ঞ স্পিনার।

ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো একটি দলের হয়ে দুইশ বা এর বেশি উইকেট নেওয়া বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার এখন নারাইন। কলকাতার হয়ে আইপিএলে ১৮২টি ও চ্যাম্পিয়নস লিগে ১৮ উইকেট শিকার করেছেন তিনি। এর আগে শুধুমাত্র সামিত প্যাটেল নটিংহ্যামশায়ারের হয়ে এই কীর্তি গড়তে পেরেছেন। বাঁহাতি এই ইংলিশ স্পিনিং অলরাউন্ডারের উইকেট সংখ্যা ২০৮টি।

এই তালিকায় তিন নম্বরে আছেন বাঁহাতি ইংলিশ পেসার ক্রিস উড। ইংল্যান্ডের আরেক দল হ্যাম্পশায়ারের হয়ে ১৯৯ উইকেট নিয়েছেন তিনি। চারে আছেন সাবেক শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৯৫ উইকেট নিয়েছেন তিনি। গ্লস্টারশায়ারের হয়ে ১৯৩ উইকেট নিয়ে পাঁচে আছেন ইংলিশ পেসার ডেভিড পেইন। এই তালিকায় ছয়ে আছেন জসপ্রিত বুমরাহ। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৬৮ উইকেট নিয়ে ছয় নম্বরে আছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা