× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে ‘লিজেন্ড ফেস অফ’-এ মুখোমুখি বার্সেলোনা-রিয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫ ১০:০৬ এএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫ ১০:৪৯ এএম

ভারতে ‘লিজেন্ড ফেস অফ’-এ মুখোমুখি বার্সেলোনা-রিয়াল

ইউরোপিয়ান ফুটবলের অন্যতম দুই পরাশক্তি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এ দুই ক্লাবের ভক্ত রয়েছে বিশ্বজুড়ে। বরাবরের মতোই রিয়াল ও বার্সা সমর্থকদের মাঝে ফুটবল থেকে ধরে ফুটবলের বাইরের বিষয় নিয়ে উত্তেজনা বিরাজ করে। মাঠের ফুটবলের পর ভক্তদের নজর থাকে প্রিয় ক্লাবের সাবেকদের নিয়েও।

আগামী রবিবার (৬ এপ্রিল) ভারতের মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ঐতিহাসিক এক ম্যাচে মুখোমুখি হবেন এ দুই স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সাবেক কিংবদন্তি খেলোয়াড়রা। ‘দ্য লিজেন্ড ফেস অফ’ নামক বিশেষ এ ম্যাচ সামনে রেখে বার্সেলোনা ও রিয়ালের অধিনায়ক মনোনীত হয়েছেন যথাক্রমে দুই দলের দুই কিংবদন্তি কার্লোস পুয়েল ও লুইস ফিগো।

বিশ্ব ক্রীড়া মার্কেটে অন্যতম পরাশক্তি দ্য স্পোর্টস ফ্রন্ট এ ম্যাচের আয়োজক। বিশ্বজুড়েই খেলাধুলার অগ্রসরে ভিন্নমাত্রার সব আয়োজন করে থাকে কোম্পানিটি। এ ম্যাচটিও এর ব্যতিক্রম নয়। ফুটবলপাগল ভারতীয় দর্শকের সামনে আয়োজিত এ ম্যাচ সামনে রেখে আয়োজকরাও বেশ রোমাঞ্চিত।

বার্সেলোনার অধিনায়ক কার্লোস পুয়েল বলেছেন, ‘এ ম্যাচটি বিশেষ এক আয়োজন হতে যাচ্ছে। প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলার সুযোগ পেয়ে আমি সত্যিই উত্তেজিত। এখানকার ফুটবলভক্তরা দুর্দান্ত। খেলার মাঠের অভিজ্ঞতা নিতে আমি মুখিয়ে আছি।’

বার্সার আরেক সাবেক তারকা জাভি হার্নান্দেজ বলেছেন, ‘বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের খেলা ফুটবলে সব সময়ই ভিন্ন এক মাত্রা ও উত্তেজনা যোগ করে। এ ঐতিহাসিক ম্যাচের অংশ হওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। মুম্বাই, প্রস্তুত হও দারুণ এক ম্যাচ উপভোগের জন্য।’

রিয়াল মাদ্রিদের অধিনায়ক লুইস ফিগো বলেছেন, ‘ভারতীয় ভক্তদের ফুটবলের প্রতি ভালোবাসা প্রতিদিনই বাড়ছে। মুম্বাইয়ে দুই জায়ান্টের ম্যাচ ভক্তদের বাড়তি আনন্দ দেবে। এ ম্যাচটি সবার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

দলটির আরেক সাবেক তারকা মাইকেল ওয়েন বলেছেন, ‘ফুটবল অন্তঃপ্রাণ সমর্থকদের সামনে খেলতে পারার আনন্দই আলাদা। ভারতের ফুটবল সমর্থকদের কথা আমি আগেও অনেকবার শুনেছি। লিজেন্ড ফেস অফ তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।’

লিজেন্ড ফেস অফের পূর্ণাঙ্গ স্কোয়াড

রিয়াল মাদ্রিদ লিজেন্ড : লুইস ফিগো (অধিনায়ক), পেড্রো কনট্রিয়ার্স, কিকো ক্যাসিয়া, ফ্রান্সিসকো পাভোন, ফার্নান্দো সানজ, অগাস্টিন গার্সিয়া, পেড্রো মুনিটিস, রুবেন ডি লা রেড, এন্টোনিও টনি ডেল মোলার সেগুরা, জর্জ জোকো ওসটিজ, ইভান পেরেজ, জেসুস এনরিক ভেলাসকো মুনোজ, হোসে লুইন ক্যাবরেরা, হুয়ান হোসে ওলালা ফার্নান্দেজ, ডেভিড বালার তোরেস, ক্রিস্টিয়ান কারেমবু, ফার্নান্দে মরিয়েনটেস, পেপে, মাইকেল ওয়েন।
বার্সেলোনা লিজেন্ড : কার্লোস পুয়েল (অধিনায়ক), জেসুস এ্যাঙ্গয়, ভিটোর বাইয়া, জোফরে মাতেও, ফার্নান্দো নাভারো, রবার্তো ট্রাসহোরাস, জেভিয়া সাভিয়োলা, ফিলিপ ককু, ফ্র্যাংক ডি বোয়ার, গিওভান্নি সলিভা, রিভালডো, মার্ক ভ্যালিয়েন্টে হার্নান্দেজ, লুডোভিক গিউলি, রিকার্ডো কুয়ারেসমা, গিজকা মেনডিয়েটা, সার্গি বারুওয়ান, জাভি, হোসে এডমিলসন গোমেস ডি মোরায়েস, প্যাট্যিক ক্লুইভার্ট।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা