× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে রেকর্ড শুধুই কাবরেরার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ১৮:৪৮ পিএম

জাতীয় ফুটবল দলের বিদেশি কোচ হাভিয়ের কাবরেরা। ছবি : সংগৃহীত

জাতীয় ফুটবল দলের বিদেশি কোচ হাভিয়ের কাবরেরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ফুটবলে দারুণ এক রেকর্ডের সাক্ষী হয়েছেন হাভিয়ের কাবরেরা। জাতীয় ফুটবল দলের বিদেশি কোচ হয়ে যারা এসেছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচে ডাগআউটে দাঁড়ানোর রেকর্ড গড়েছেন স্প্যানিশ এই কোচ। ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত জামাল ভূঁইয়াদের ডাগআউটে ৩০ ম্যাচ দাঁড়িয়েছেন তিনি। যার সর্বশেষটি ছিল শিলংয়ে ভারতের বিপক্ষে এএফসি বাছাইপর্বের ম্যাচ। যেখানে গোলশূন্য ড্র করে লাল সবুজের প্রতিনিধিরা। ওই ম্যাচেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। 

কাবরেরা ৩০ ম্যাচে বাংলাদেশের ডাগআউটে দাঁড়ানোর বিষয়টি বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কাবরেরা আগে এই কীর্তি ছিল ব্রিটিশ কোচ জেমি ডের। ১৯৭৩ সালে মালয়েশিয়ায় মারদেকা কাপে শেখ সাহেব আলীর কোচিংয়ে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবলে পথচলা শুরু করেছিল।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ কোচিং করানোর বাফুফের পোস্টে এই রিপোর্ট লেখা পর্যন্ত সাড়ে ২৫ হাজারের বেশি প্রতিক্রিয়া পাওয়া গেছে। শুধু প্রতিক্রিয়াই নয়, প্রায় দুই হাজার মন্তব্যের বেশিরভাগই নেতিবাচক। অনেক সমর্থক দ্রুত এই কোচের বিদায় দাবি করেছেন। আবার কেউ তাকে সিন্ডিকেট কোচ হিসেবেও আখ্যা দিয়েছেন। এতদিন বাংলাদেশের হয়ে কোচিং করালেও তাকে সমর্থন বা সাধুবাদ জানিয়ে মন্তব্য করার সংখ্যা হাতেগোনা কয়েকটি। তিন বছরে হাভিয়েরের অধীনে বাংলাদেশ ৩০ ম্যাচ খেলেছে। ৩০ ম্যাচের মধ্যে জয় মাত্র আটটি, হার প্রায় দ্বিগুণ (১৫) এবং ড্র সাতটি। 

বাংলাদেশে কাবরেরা সর্বোচ্চ সাফল্য ২০২৩ সালের সিনিয়র সাফে বাংলাদেশকে সেমিফাইনালে তোলা। ২০০৯ সালের পর বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এই ফুটবল আসরে শেষ চারে খেলেছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা