প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ১৮:০৯ পিএম
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বেশি উন্নতি করেছে পেস ইউনিট। তাসকিন আহমেদ-নাহিদ রানারা এখন বিশ্ব ক্রিকেটেই অন্যতম সেরা পেসার। এবার সেই তাদেরকেই আরও পরিণত করতে নতুন কোচের সন্ধানে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, বর্তমান পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসকে নিয়ে সন্তুষ্ট নয় টিম ম্যানেজমেন্ট। যে কারণে তাকে প্রতিস্থাপনের চেষ্টা করে যাচ্ছে ফারুক আহমেদের বোর্ড।
সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ
পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। যেখানে তাসকিন আহমেদ ছাড়া বাকি পেসারদের কেউই নিজেদের
মেলে ধরতে পারেননি। তাই অ্যাডামসের জায়গায় নতুন কাউকে খোঁজা হচ্ছে। নিউজিল্যান্ডের
সাবেক এই পেসারের সঙ্গে বিসিবির দুই বছরের চুক্তি শেষ হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে।
তবে দলের ভেতরে অসন্তোষের কারণে তার মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নেওয়ার সম্ভাবনা প্রবল।
এদিকে অ্যাডামসের বদলে নতুন পেস বোলিংয়ের
খোঁজে বেশ কয়েকজনকে বিবেচনায় রেখেছে বিসিবি। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার উমর গুল
এই পদের জন্য অত্যন্ত শক্তিশালী প্রার্থী। এছাড়াও বিসিবি পেস বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার
সাবেক পেসার শন টেইটকেও ভাবনায় রেখেছে। সবকিছু চূড়ান্ত হলে তাসকিন-নাহিদরা আগামী মে
মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের আগেই নতুন কোচ পেয়ে যেতে পারে।
২০০৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত পাকিস্তানের
জার্সিতে ৪৭টি টেস্ট, ১৩০টি ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি খেলেছেন উমর গুল। যেখানে তার
উইকেট সংখ্যা যথাক্রমে ১৬৩, ১৭৯ ও ৮৫টি। ছিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী
দলের অন্যতম সদস্য। ২০২০ সালে ক্রিকেটের পাঠ চুকিয়ে কোচিংয়ে এসেছেন তিনি। পিএসএলে কোয়েটা
গ্ল্যাডিয়েটর্সের কোচিংয়ের পাশাপাশি আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও কাজ
করেছেন তিনি। পরে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্বও পালন করেন।
অন্যদিকে শন টেইট ছিলেন ২০০৭ সালে অস্ট্রেলিয়ার
ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য। জাতীয় দলের
হয়ে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি খেলে মোট ৯৫টি উইকেট শিকার করেছেন। পরিসংখ্যান
খুব একটা সফল না হলেও টেইট আলোচনায় ছিলেন গতির কারণে। সাবেক এই ডানহাতি পেসার ২০১৭
সালে ক্রিকেটকে বিদায় জানিয়ে আনুষ্ঠানিকভাবে কোচিংয়ে মনোনিবেশ করেন।
সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)
চট্টগ্রাম কিংসের প্রধান কোচ ছিলেন ৪২ বছর বয়সি টেইট। বন্দর নগরীর দলটিকে ফাইনালে তুলতে
রাখেন বড় অবদান। এই সময়েই বিসিবির কর্মকর্তারা তার সঙ্ নিয়োগের ব্যাপারে যোগাযোগ করেন।
এর আগে ২০২২ সালে এক বছরের জন্য পাকিস্তানের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেন টেইট।
বর্তমানে তিনি পিএসএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং করাচ্ছেন তিনি।