× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালাহউদ্দিনের পুনর্নিয়োগ চূড়ান্ত করেছে বিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ১৩:১৯ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৫ ১৩:৪৬ পিএম

সালাহউদ্দিনের পুনর্নিয়োগ চূড়ান্ত করেছে বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিনের পুনর্নিয়োগ চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ নিয়োগের সিদ্ধান্ত আপাতত মৌখিকভাবে চূড়ান্ত হয়েছে। ঈদের পর আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

১৫ মার্চ শেষ হয়েছে জাতীয় দলে সালাহউদ্দিনের চুক্তির মেয়াদ। এবার নতুন করে তার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ফারুক আহমেদের বোর্ড। বিসিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ‘সালাহউদ্দিন ভাইয়ের সঙ্গে মৌখিক চুক্তি চূড়ান্ত হয়েছে। বোর্ডসভায় এটি ঘোষণা করার কথা ছিল, তবে কিছু অনিবার্য কারণে তা স্থগিত রাখা হয়েছে।’

সালাহউদ্দিন এর আগেও জাতীয় দলের সঙ্গে বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ ও সহকারী কোচের দায়িত্ব পালন করেন তিনি। ২০১০-২০১১ সালে ছিলেন বিসিবির একাডেমির বিশেষজ্ঞ কোচ। ২০১৪ সালে সিঙ্গাপুর দলের কোচ হিসেবে নিয়োগ পান তিনি।

এসিসি-ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল-৩ কোর্স করা সালাহউদ্দিন কোচিং ক্যারিয়ারের শুরুতে কাজ করেছেন বিকেএসপির খণ্ডকালীন কোচ হিসেবেও। দুই দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এ কোচের কোচিংয়ে বিপিএলে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। একাধিকবার জিতেছে ঢাকা প্রিমিয়ার লিগও। আসন্ন আন্তর্জাতিক সিরিজগুলোতে বাংলাদেশ দলে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছে বোর্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা