প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ১২:১০ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫ ১২:৫৪ পিএম
মিয়ামি ওপেনের ফাইনালে উঠেছেন বিশ্বের ১ নম্বর টেনিস খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা। বৃহস্পতিবার (২৭ মার্চ) ইতালির জাসমিন পাওলিনিকে সরাসরি সেটে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপার লড়াইয়ে পৌঁছেছেন বেলারুশের এ তারকা। ২৬ বছর বয়সি সাবালেঙ্কা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৬-২, ৬-২ গেমে হারান ৬ নম্বর বাছাই পাওলিনিকে।
টানা দ্বিতীয়বার শিরোপা নির্ধারণী ম্যাচে ওঠা সাবালেঙ্কার চলতি বছরে এটি চতুর্থ ফাইনাল। গত জানুয়ারিতে ব্রিসবেনে শিরোপা জিতলেও অস্ট্রেলিয়ান ওপেনে ম্যাডিসন কিস ও ইন্ডিয়ান ওয়েলসে মিররা আন্দ্রেয়েভার কাছে হেরে হয়েছিলেন রানার্সআপ। এবার মিয়ামিতে প্রথমবারের মতো ফাইনালে উঠেছেন তিনবারের গ্র্যান্ড স্লামজয়ী এ তারকা।
সেমিফাইনালে প্রায় নিখুঁত এক ম্যাচ খেলেছেন শীর্ষ বাছাই সাবালেঙ্কা। শক্তিশালী সার্ভ ও আক্রমণাত্মক গ্রাউন্ডস্ট্রোক দিয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করে মাত্র ১ ঘণ্টা ১৩ মিনিটেই ম্যাচ শেষ করেন তিনি। শনিবারের শিরোপার লড়াইয়ে তার প্রতিপক্ষ হবেন ফিলিপাইনের টিনএজ ওয়াইল্ডকার্ড আলেকজান্দ্রা এলা কিংবা যুক্তরাষ্ট্রের চতুর্থ বাছাই জেসিকা পেগুলা।
ম্যাচ শেষে সাবালেঙ্কা বলেন, ‘আমি দারুণ খুশি যে আবারও নিজের জন্য একটি ফাইনালের সুযোগ তৈরি করতে পেরেছি।’ তিনি যোগ করেন, ‘জাসমিন অসাধারণ এক খেলোয়াড়, তাই আমি জানতাম, প্রতিটি পয়েন্টের জন্য লড়তে হবে। আমি সার্ভে মনোযোগ দিয়েছি এবং যতটা সম্ভব নিচু শটে খেলতে চেয়েছি, কারণ ও ফ্ল্যাট শট খেলে। নিজের পারফরম্যান্সে আমি সত্যিই খুশি।’