× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাবা বিশ্বকাপে নীড়-ওয়াদিফা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ২১:৪৩ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৫ ২১:৪৪ পিএম

দাবা বিশ্বকাপে নীড়-ওয়াদিফা

শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত এশিয়ান জোনাল দাবা ৩.২ প্রতিযোগিতায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ও জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি পরবর্তী দাবা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। টুর্নামেন্টের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াদিফা আহমেদ। চ্যাম্পিয়ন হয়ে আরও দুটি সুখবর পেলেন বাংলাদেশের এই দাবাড়ু। ফিদে মাস্টার থেকে হয়েছেন মহিলা আন্তর্জাতিক মাস্টার। বিশ্বকাপে ওপেন বিভাগে নীড় ও মহিলা বিভাগে ওয়াদিফা চ্যাম্পিয়ন হওয়ায় দুই বিভাগেই বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে।

জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন ওয়াদিফা। কখনও এককভাবে আবার কখনও লঙ্কান দাবাড়ু ওশিনির সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলেন। শেষ রাউন্ডে ড্র করলেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ ছিল তার। আজ বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদের সঙ্গে ড্র করে সেই সুযোগটা লুফে নেন ওয়াদিফা।

নিয়ম অনুযায়ী, এশিয়ান জোনালে ফিদে মাস্টারদের কেউ চ্যাম্পিয়ন হলে সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টার খেতাব মেলে। এজন্য নর্ম পূরণের শর্ত থাকে না। আবার রেটিংও ২২০০-এর পরিবর্তে ২০০০ হলেই হয়। ওয়াদিফার রেটিং এখন ২০৯১। সে ক্ষেত্রে তার মহিলা আন্তর্জাতিক মাস্টার হওয়ার পথে কোনো বাধা রইল না। এ নিয়ে চতুর্থ মহিলা আন্তর্জাতিক মাস্টার পেল বাংলাদেশ। ১৯৮৫ সালে প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন রাণী হামিদ। এরপর দাবার এই খেতাব পান শামীমা সুলতানা। দেশের তৃতীয় আন্তর্জাতিক মহিলা মাস্টার হিসেবে এই তালিকায় নাম লেখান শিরিন সুলতানা।

ওপেন বিভাগে ছিল নানা সমীকরণ। শেষ রাউন্ডে লঙ্কান দাবাড়ু দিলশানের সঙ্গে ড্র করেন নীড়। অন্যদিকে, আরেক আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান হারিয়ে দেন ফিদে মাস্টার ইমনকে। ফলে নীড় সাত পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হন।

নীড় বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনাময় দাবাড়ু। গত বছর তিনি জাতীয় চ্যাম্পিয়ন হন এবং আন্তর্জাতিক মাস্টারের (আইএম) খেতাব অর্জন করেছিলেন। গ্র্যান্ডমাস্টার (জিএম) নিয়াজ মোর্শেদের চেয়ে কম বয়সে আইএম খেতাব পেয়েছেন নীড়। গত বছর তিনি হাঙ্গেরিতে অনুষ্ঠিত বিশ্ব দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা