প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১৯:৪১ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৫ ১৯:৪২ পিএম
১৭০ বলে ৫০ চার ও ২২ ছক্কায় ৪০৪ রান। এটি কোনো দলের সংগ্রহ নয়, ব্যক্তিগত ইনিংস। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে এমন অবিশ্বাস্য ইনিংসই খেলেছেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মুস্তাকিম হাওলাদার! যা বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে কোনো ব্যাটসম্যানের ৪০০ রানের ঘটনা এটাই প্রথম ।
মঙ্গলবার (১৮ মারর) সেন্ট গ্রেগরি হাইস্কুলের বিপক্ষে ম্যাচে টস জিতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৭৭০ রান করে ক্যামব্রিয়ান। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪০৪ রান করেন মুস্তাকিম।
চার নম্বরে নেমে ৩২ চার ও ১৩টি ছক্কায় ১২৪ বলে ২৫৬ রানের ইনিংস খেলেন সাদ পারভেজ। তৃতীয় উইকেটে এই দুজনের জুটি শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন ছিল ৬৯৯ রানে।
জবাবে খেলতে নেমে ১১.৪ ওভারের মধ্যে মাত্র ৩২ রানে অলআউট হয়ে যায় সেন্ট গ্রেগরি হাই স্কুল। ফলে ৭৩৮ রানের বিশাল জয় পায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ।
সেন্ট গ্রেগরির হয়ে সর্বোচ্চ ১০ রানের অপরাজিত ইনিংস খেলেন ১১ নম্বর ব্যাটার অপূর্ব বারৈ। ক্যামব্রিয়ানের হয়ে দুই বোলার হাসান হৃদয় (৬/১১) আর সাদ পারভেজ (৪/১৬) মিলেই নিয়েছেন ১০ উইকেট।