প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১৫:৪৩ পিএম
দিনটি পুরোটা হতে পারত এনামুল জক বিজয়ের। সেখানে ভাগ বসিয়েছেন তাসকিন আহমেদ। মোহামেডানের বোলারদের ওপর চড়াও হওয়ার দিনে গাজী গ্রুপের দুজন পেয়েছেন ফিফটি। ১৪৩ বলে ৪ ছক্কা ও ১২ চারে ১৪৯ রান করেছেন এনামুল। শতরান খরচের দিনে তাসকিন পরেছিল এদের তাণ্ডবের মুখেই।
তাসকিনের ওপর সবচেয়ে বেশি চড়াও হয়েছিলেন তোফায়েল আহমেদ। ২৯ বলে তোফায়েল করেন ৬৩ রান। তার আগে ৭৫ বলে ৬০ রান করে ফেরেন ওপেনার সাদিকুর রহমান। তাতেই টাইগার পেসার গড়েন লজ্জার রেকর্ড।
সবমিলিয়ে তোপের মুখে একাই পড়েনি তাসকিন। সাইফ উদ্দিনও ছিলেন যথেষ্ট খরুচে। ১০ ওভারে খরচ করেছেন ৭৭ রান। মেহেদী হাসান মিরাজ দিয়েছেন ৬৬ রান। তবে তাসকিন রেকর্ড করেই থেমেছেন। শেষ দুই ওভারে তার বোলিংয়ে ৪০ এর বেশি রান নিয়েছে গাজী গ্রুপের ব্যাটাররা। তাতেই এসেছে লজ্জার রেকর্ড।
তাসকিনের ১০৭ রানের আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড ছিল ১০৪। ২০১০ সালে বেনোনিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ১০৪ রান দিয়েছিলেন শাহাদাত হোসেন। গত বছর ডিপিএলে আবাহনীর বিপক্ষে ৯ ওভারে ১০৪ রান দেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির পেসার ইকবাল হোসেন। এবার এই রেকর্ডটি তাসকিনের।