আইপিএল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১৫:২৬ পিএম
গত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন ডু প্লেসিস
আইপিএলের নতুন আসরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে অক্ষর প্যাটেলকে। তারকা অলরাউন্ডারের ডেপুটি হিসেবে ফাফ ডু প্লেসিসের নাম ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
গত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স
বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন ডু প্লেসিস। এবার প্রোটিয়া ব্যাটারকে তার ভিত্তিমূল্য ২
কোটি রুপিতে দলে ভেড়ায় দিল্লি। অক্ষরের চেয়ে তুলনামূলক অভিজ্ঞ প্লেসিস। তবে বেশ কিছু
বিষয় বিবেচনা করে অক্ষরকে অধিনায়ক করা হয়েছে। এ নিয়ে দিল্লির চেয়ারম্যান কিরণ কুমার
গান্ধী বলেছেন, ‘অক্ষরকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক নিযুক্ত করতে পেরে আমরা আনন্দিত।
২০১৯ সাল থেকে তিনি দিল্লি দলের গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ। এই দল যে মূল্যবোধের
ওপর প্রতিষ্ঠিত, অক্ষর তারই প্রতীক।’
দলের অন্যতম কর্ণধার পার্থ
জিন্দাল বলেছেন, ‘ক্রিকেটার এবং নেতা হিসেবে অক্ষরকে আমরা কাছ থেকে পরিণত হতে দেখেছি।’
নেতৃত্বের দায়িত্ব পেয়ে খুশি
অক্ষরও। তিনি বলেছেন, ‘দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত।
আমার ওপর আস্থা রাখায় দল, কর্তৃপক্ষ এবং সাপোর্ট স্টাফদের প্রতি আমি কৃতজ্ঞ। এই দলের
সঙ্গে আমি ক্রিকেটার এবং মানুষ হিসেবে গড়ে উঠেছি। দলকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আমি
প্রস্তুত এবং আত্মবিশ্বাসী।’