× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিতীয় ম্যাচেও কিউইদের কাছে হারল পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১২:৪৬ পিএম

দ্বিতীয় ম্যাচেও কিউইদের কাছে হারল পাকিস্তান

সিরিজের প্রথম ম্যাচে লড়তেই পারেনি। দ্বিতীয় ম্যাচেও কোনো পরিবর্তন আনতে পারল না পাকিস্তান। প্রথম ম্যাচে ৯১ রানে গুটিয়ে যাওয়া দলটি এবার ১৩৫ রান করলেও ম্যাচের ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি। বরং নিউজিল্যান্ড ১১ বল হাতে রেখেই ৫ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে।  

মঙ্গলবারও ব্যাটিং ব্যর্থতায় পড়ে পাকিস্তান। ওপেনিংয়ে হাসান নেওয়াজ মারেন ডাক। মোহাম্মদ হারিস থামেন ১১ রান করে। শুরুর ধাক্কা জারি থাকে শেষ অবধি। মাঝে দলকে পথ দেখান অধিনায়ক সালমান আগা।

পাকিস্তানের অধিনায়কের ব্যাটে আসে ২৮ বলে ৪৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন সাদাব খান। ১৪ বলে ২৬ রান তোলেন এই অলরাউন্ডার। শেষদিকে পেসার শাহিন শাহ আফ্রিদি খেলেন ১৪ বলে ২২ রানের ক্যামিও তাতেই ১৩৫ অবধি যায় পাকিস্তান।

জবাবে শাহিন শুরু করেন দুর্দান্ত। কিন্তু পরের দুই ওভারে সাত ছক্কা খায় পাকিস্তানের দুই পেসার। টিম সেইফার্টের ২২ বলের তাণ্ডবের সঙ্গে ফিন অ্যালেন যোগ দেন ১৬ বলে ৩৮ করে। পাকিস্তান ম্যাচ হেরে বসে ওখানেই। সেইফার্ট থামেন ৪৫ রানে। মাঝে মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল ও জিমি নিশাম ব্যর্থ হন। তবে মিচেল হে আর মিচেল ব্রাসওয়েল জিতিয়ে ফেরেন। ১৬ বলের ২১ রানের তাণ্ডব খেলেন হে। অধিনায়ক ব্রেসওয়েল করেন ৫ রান। তাতেই আসে কিউইদের সহজ জয়।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সিরিজ রক্ষার তৃতীয় ম্যাচটি বসবে অকল্যান্ডে, ২১ মার্চ। পরের দুটি ২৩ ও ২৬ মার্চ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা