প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১২:৪৪ পিএম
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেয়েছেন তিনজন—নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। এদের মাঝে নাহিদ বিসিবির কাছে এনওসি (অনাপত্তি পত্র) চেয়েছেন। বাকি দুজন এখনও আবেদন করেননি। বিসিবি সূত্র জানিয়েছে, বোর্ডের কাছে খুব দ্রুতই তারা আবেদন করবেন।
পিএসএলের দশম সংস্করণ শুরু হবে এপ্রিলের ৮ তারিখ। ৬ দলের টুর্নামেন্টের পর্দা নামবে ১৯ মে। তাই নাহিদদের ছাড়তে কিছু বিষয় ভেবে নিচ্ছে বিসিবি।
বোর্ডের সূত্র নিশ্চিত করেছে, নাহিদ আবেদন করেছে। তবে আনুষ্ঠানিকতা সেরে এখনও আবেদন করেননি রিশাদ ও লিটন। দ্রুতই তারা অনাপত্তি পত্রের আবেদন করতে পারেন।
ওই সময়ে বাংলাদেশ জাতীয় দল ব্যস্ত থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে। পাকিস্তানের লিগটিতে গতিতারকা নাহিদকে গোল্ড ক্যাটাগরিতে টেনেছে পেশোয়ার জালমি এবং লিটন ও রিশাদকে সিলভার ক্যাটাগরিতে নিয়েছে লাহোর কালন্দার্স ও করাচি কিংস।