প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১০:০৪ এএম
আপডেট : ১৮ মার্চ ২০২৫ ১০:৫৯ এএম
লিওনেল মেসি মাংসপেশিতে ব্যথা অনুভব করছেন। এমআরআইতে ধরা পড়েছে ইনজুরি। ফলে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকে ছিটকে পড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
দুই লাতিন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের জন্য সোমবার দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ২৬ সদস্যের দলে নেই মেসি। মেসি ছাড়াও প্রাথমিক দলে থাকা আরও ছয় ফুটবলারও মূল স্কোয়াডে নেই।
এ তালিকায় আছেন গনজালো মন্তিয়েল, ফ্রান্সিসকো ওর্তেগা, জিওভানি লোসেলসো, আলেহান্দ্রো গারনাচো, ক্লদিও এচভেরি ও পাওলো দিবালা।
বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষস্থানে রয়েছে আর্জেন্টিনা। ১২ ম্যাচে সংগ্রহ ২৫ পয়েন্ট। শনিবার ভোর সাড়ে ৫টায় তারা মুখোমুখি হবে উরুগুয়ের। ২৫ মার্চ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের। মেসির মতো একইভাবে পেশির ইনজুরিতে পড়েছেন নেইমার। তিনিও থাকছেন না মহারণে।
বাংলাদেশ সময় সোমবার সকালে আতালান্তা ইউনাইটেডের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে মিয়ামি। ২০ মিনিটে জাদুকরী এক গোলে ম্যাচে সমতা আনেন আর্জেন্টাইন মহাতারকা।
চোট কাটিয়ে ফেরার পর দুই ম্যাচে দারুণ ২টি গোল করলেন মেসি। মিয়ামি অবশ্য জিতেছে বদলি নামা ফাফা পিকাল্টের ৮৯ মিনিটের গোলে।