প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ২০:৪২ পিএম
বাইশ গজ পেরিয়ে এবার বক্স অফিস মাতাবেন ডেভিড ওয়ার্নার । ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে রীতিমতো জনপ্রিয় এই অস্ট্রেলিয়ান ব্যাটার। পুষ্পা সিনেমার ‘ঝুকেগা নাহি’ স্টাইলে মাঠেই করেছেন উদযাপন। নিজের মেয়েদের সঙ্গেও সামাজিক যোগাযোগমাধ্যমে হেঁটেছেন ‘শ্রীবল্লি’ গানের মতো খুঁড়িয়ে। ভারতীয়দের মন জিতে এবার বলিউডেও পা রাখলেন এই অজি ক্রিকেটার। তেলেগু সিনেমা ‘রবিনহুড’ -এ দেখা যাবে ওয়ার্নারকে, জানান নিজেই।
আল্লু অর্জুনের বড় ভক্ত ওয়ার্নার। বিভিন্ন সময় আল্লু অর্জুনের সিনেমার গান এবং সংলাপ নিয়ে একের পর এক রিলস পোস্ট করতেন। দক্ষিণি এই নায়কের সিনেমা পুষ্পা-২-এর কোনো ভূমিকায় তাকে দেখা যেতে পারে এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে অর্জুনের কোনো ছবি না হলেও তাকে দেখা যাবে ভারতীয় মুভিতে।
শনিবার ওয়ার্নারের ছবি সংবলিত ‘রবিনহুড’ সিনেমার পোস্টার মুক্তি দেওয়া হয়েছে। যেখানে নায়কের মতোই হাজির হয়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ান এই কিংবদন্তিকে স্বাগত জানিয়ে পোস্টারে লেখা হয়েছে, ‘বাউন্ডারি থেকে বক্স অফিস, ভারতীয় সিনেমায় স্বাগতম।’
পোস্টারটি এক্সে শেয়ার দিয়ে ওয়ার্নার লিখেছেন, ‘ভারতীয় সিনেমা, আমি আসছি! রবিনহুডের অংশ হতে পেরে রোমাঞ্চিত। এই সিনেমার শুটিং অনেক উপভোগ করেছি।’ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ছোট একটি ভূমিকায় অভিনয় করবেন তিনি। এজন্য তিনি প্রতিদিন নেবেন এক কোটি রুপি।
ছবির মুক্তির তারিখও জানিয়েছেন ওয়ার্নার। ২৮ মার্চ মুক্তি পাবে ছবিটি। তেলেগু ভাষার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন তেলেগু হিরো নিতিন। সিনেমার পরিচালক ভেঙ্কি কুদুমুলার। ভারতীয় সিনেমায় অভিনয় করা ওয়ার্নারই প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার নন। ২০১৬ সালে বলিউড সিনেমা ‘আনইন্ডিয়ান’ এ অভিনয় করেন অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি।