প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ২০:৩৮ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫ ২০:৩৯ পিএম
বয়স মাত্র একটি সংখ্যা—ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে কে ভালো করে প্রমাণ দেবে। শনিবার রাতে পর্তুগিজ মহাতারকা পেয়েছেন আরেকটি গোল। সৌদি প্রো লিগে আল নাসরের জয়ে বড় অবদান রেখেছেন। ক্যারিয়ারে ৯২৮তম গোল করার দিনে সামাজিক মাধ্যমে সিআর সেভেন বলেছেন, ‘আরেকটি যুদ্ধ জয়। এগিয়ে চলো।’
নেশন্স লিগের কোয়ালিফায়ারে ডেনমার্কের বিপক্ষে ঝুঁকি নিতে চান না কোচ রবার্তো মার্টিনেজ। শেষ চারের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে রোনালদোকে নিয়েই ২৬ সদস্যের স্কোয়াড সাজিয়েছে পর্তুগাল। ২০১৯ সালের নেশন্স লিগের চ্যাম্পিয়ন পর্তুগাল এবারও শিরোপার দৌড়ে টিকে থাকতে চায়। সেমির টিকিট নিশ্চিত করতে ডেনমার্কের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে আগামী ২১ মার্চ তাদের ঘরের মাটিতে খেলতে যাবে রোনালদোরা।
এর আগে রাতে সৌদি প্রো লিগে আল খোলুদের বিপক্ষে ১০ জনের দল নিয়েও ৩-১ গোলের জয় তুলে নিয়েছে আল নাসর। ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে দেন রোনালদো। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে জন ডুরানকে পাস দিয়েছিলেন সাদিও মানে। কলম্বিয়ান ফরোয়ার্ড গোলমুখে বল পেয়েও জাল খুঁজে নিতে ব্যর্থ হন। তার শট বারে লেগে ফিরে আসে। সুযোগ পেয়ে গোলরক্ষক ও দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বল পাঠান জালে। চলতি লিগে এই নিয়ে ২৪ ম্যাচে ১৯ গোল হলো রোনালদোর।
২৬তম মিনিটে আল নাসরের দ্বিতীয় গোলেও ছিল রোনালদোর অবদান। ৪১তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডুরান নিচু শটে বল জালে জড়ালে ব্যবধান ৩-০ করে ফেলে আল নাসর। ৭২তম মিনিটে একটি গোল শোধ করে খোলুদ। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ। ২৫ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে আল নাসর। খেলা শেষে নিজের সোশ্যাল অ্যাকাউন্টে রোনালদো লিখেছেন, ‘আরেকটি যুদ্ধজয়। চলো এগিয়ে যাই।’
নেশন্স লিগে ডেনিশদের বিপক্ষে দ্বিতীয় লেগ ২৪ মার্চ পর্তুগালে। আর এই দুই ম্যাচের জন্য স্কোয়াডে ফিরেছেন ডিফেন্ডার রুবেন দিয়াসও। রয়েছেন গনসালো ইনাসিও, রুবেন নেভেস এবং ডিওগো জোটা। তবে ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন জোয়াও ক্যানসেলো।