× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালসহ ৮ পাকিস্তানি ক্রিকেটারের জরিমানা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ২০:৩৫ পিএম

জামালসহ ৮ পাকিস্তানি ক্রিকেটারের জরিমানা

সময়টা মোটেও ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেটের। তার ওপর মাঠের বাইরের ইস্যু টেনেও শাস্তির মুখে পড়ছেন ক্রিকেটাররা। রাজনৈতিক মামলায় কারাভোগ করছেন পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার পক্ষে বার্তা দেওয়াসহ ভিন্ন তিন ঘটনায় ৮ পাকিস্তানি ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৪ লাখ (সাড়ে ৫ লাখ টাকার বেশি) পাকিস্তানি রুপি জরিমানা হয়েছে পেস অলরাউন্ডার আমের জামালের।

গত অক্টোবরে পাকিস্তানে সফরে গিয়েছিল ইংল্যান্ড। জামালের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ আসে এই সিরিজে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়, রাজনৈতিক স্লোগান লেখা হ্যাট পরায় জামালকে জরিমানা করা হয়েছে। প্রথম টেস্টে একটি সাক্ষাৎকারের সময় রাজনৈতিক স্লোগান ‘৮০৪’ লেখা ওই ক্যাপটি পরেছিলেন। যদিও জিও নিউজের প্রতিবেদনের ব্যাখ্যা উল্লেখ করা হয়নি।

সামা টিভি জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এবং দক্ষিণ আফ্রিকায় অ্যাওয়ে সিরিজ চলাকালে আচরণবিধি লঙ্ঘন করায় আটজনকে মোট ৩৩ কোটি পাকিস্তানি রুপি (১৪ লাখ টাকার বেশি) জরিমানা করেছে পিসিবি। এর মধ্যে জামালকে ১৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে হ্যাটে ‘৮০৪’ সংখ্যাটি লেখার কারণে। এটি মূলত কারাবন্দি ইমরান খানের কয়েদি নম্বর।

সেই সংখ্যাটি দিয়ে তিনি ইমরান খানের প্রতি সমর্থন জানিয়েছেন। এ ছাড়া টিম হোটেলে দেরিতে পৌঁছায় ৩ জন এবং দলের কারফিউ ভাঙার দায়ে ৪ জনকে জরিমানা করেছে পিসিবি। দলীয় কারফিউ কিংবা বাইরে অবস্থান না করার নীতি লঙ্ঘন করে জরিমানার মুখে পড়েছেন সালমান আলি আগা, সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিক ও আব্বাস আফ্রিদি। সেই সালমানের নেতৃত্বেই পাকিস্তান কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছে। 

বিভিন্ন ঘটনায় জরিমানা করার বিষয়টি অবশ্য আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি। দেশটির সংবাদমাধ্যম এমন সময়ে খবরটি সামনে এনেছে যখন পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার কারণে সমালোচিত এবং এরপর বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজ খেলতে গেছে। যদিও ক্রিকেটারদের সম্মানের কথা উল্লেখ করে এসব বিষয় সামনে আনে না বলে জিও নিউজকে জানিয়েছে পিসিবি। নিয়মশৃঙ্খলা জনিত বিষয় তারা অভ্যন্তরীণ পরিসরেই রেখে সমাধানে পৌঁছতে চায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা