প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ২০:৩২ পিএম
গত ইউরোর বাছাই টুর্নামেন্টে শুরু হয়েছিল বিবাদ। পরে সেটির ডালপালা ছড়িয়ে যায় বহুদূর। তখনকার কোচ ডমেনিকো তেদেস্কোর সঙ্গে মনোমালিন্যের কারণে বেলজিয়াম দলের ক্যাম্প ছেড়ে যান থিবো কুর্তোয়া। পরে দলটির গোলকিপার জানিয়ে দেন, যতদিন তেদেস্কো দায়িত্বে থাকবেন, ততদিন দলে ফিরবেন না।
তেদেস্কো পদ ছেড়েছেন গত জানুয়ারিতে। নতুন কোচ হিসেবে এসেছেন রুডি গার্সিয়া। রিয়াল মাদ্রিদের এই গোলকিপারের ফেরাটা ছিল সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত নতুন কোচ গার্সিয়ার নেশন্স লিগ উপলক্ষে ঘোষিত বেলজিয়াম দলটিতে ফিরেছেন অভিজ্ঞ এই গোলকিপার। প্রায় দুই বছর পর জাতীয় দলের হয়ে খেলার হাতছানি সময়ের সেরা গোলরক্ষকের সামনে।
৩২ বর্ষী কুর্তোয়া বেলজিয়ামের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১০২ ম্যাচ। সবশেষবার জাতীয় দল থেকে বের হওয়ার সময় কোচের সঙ্গে অশোভন আচরণ করেছিলেন। তেদেস্কোর সঙ্গে বিবাদের সময় তার আচরণে বেলজিয়ামের অনেক খেলোয়াড়ও নাখোশ। গার্সিয়ার কাছে প্রশ্ন ছিল, ওই ব্যাপারে ক্ষমা চেয়েছেন বা চাইবেন কি না কুর্তোয়া।
যাহোক, এখন নতুন করে শুরু করতে হবে কুর্তোয়াকে, ‘আমরা একটি শূন্য স্লেট নিয়ে শুরু করছি। সোমবারের আগে খেলোয়াড়দের সঙ্গে আমার দেখা হবে না। তবে কী ঘটেছিল, সেটা নিয়ে আবার নেতাদের সঙ্গে কথা বলব। এরপর কয়েক বছর আগে কী ঘটেছিল, সেটা নিয়ে কথা অব্যাহত থাকতে দেব না।’
কুর্তোয়ার দলে ফেরার ফলে বেলজিয়ামের রক্ষণভাগ আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। আসন্ন নেশনস লিগ প্লে-অফে ইউক্রেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই সিদ্ধান্ত বেলজিয়ামের জন্য ইতিবাচক হতে পারে।
কোর্তোয়া ছাড়াও ঘোষিত স্কোয়াডে আছেন কেভিন ডি ব্রুইনে, রোমেলু লুকাকু, লিয়ান্দ্রো ট্রসার্ড ও জেরেমি ডোকুর মতো তারকারা। তবে কোর্তোয়ার প্রত্যাবর্তন নিয়ে ফুটবল মহলে আলোচনা থেমে নেই। ইউরো ২০২৪-এ বেলজিয়ামের মূল গোলরক্ষক হিসেবে খেলা কোয়েন কাস্তিলস দলে নেই। ধারণা করা হচ্ছে, কোর্তোয়ার প্রত্যাবর্তনের প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট হয়ে তিনি নিজেকে দল থেকে সরিয়ে নিয়েছেন। কাস্তিলসের দল ছাড়ার বিষয়টি অনেকের কাছে ইঙ্গিত দিচ্ছে যে, জাতীয় দলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখনও মিটে যায়নি। কাস্তিলও খোলাখুলিভাবে বলেছেন, কুর্তোয়ার আচরণে অনেক খেলোয়াড়ই বিরক্ত।
বেলজিয়ামের স্কোয়াড (নেশনস লিগ প্লে-অফ)
গোলরক্ষক : থিবো কোর্তোয়া, সেনে ল্যামেন্স, ম্যাটজ সেলস, মার্টেন ভান্ডেভোর্ত।
ডিফেন্ডার: টিমোথি কাস্তানে, জেনো ডেবাস্ট, ডি কুইপার, কোনি ডে উইন্টার, ওয়াউট ফায়েস, ব্র্যান্ডন মিশেলে, থমাস মুনিয়ের, আর্থার থিয়েটে।
মিডফিল্ডার : কেভিন ডি ব্রুইনে, ব্রায়ান হেইনেন, জোর্থি মোকিও, নিকোলাস রাসকিন, ইউরি টিলেমানস, হ্যান্স ভানাকেন।
ফরোয়ার্ড : চার্লস ডি কেটেলারে, জেরেমি ডোকু, মালিক ফোফানা, রোমেলু লুকাকু, ডোডি লুকাবাকিও, লোইস ওপেন্ডা, আলেক্সিস সায়েলেমেকার্স, লিয়ান্দ্রো ট্রসার।