স্পেশাল অলিম্পিক
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১৭:১৮ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫ ১৭:৪৬ পিএম
ইতালির তুরিন শহরে বসেছে স্পেশাল অলিম্পিকসের এবারের আসর। বিশ্ব শীতকালীন এই গেমসের ফ্লোর বল ইভেন্টে অংশ নিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ফাইনালে লাল সবুজের প্রতিনিধিরা ৪-২ গোলে হারিয়েছে ইউক্রেনকে। এর আগে এই ইভেন্টের সেমিফাইনালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে হারায় বাংলাদেশ। আর ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ইউক্রেন।
আজ শনিবার অনুষ্ঠিত হয় এই ইভেন্টের ফাইনাল। ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করেছেন স্বর্ণা, ফাতেমা, ফাবিয়া ও তামাল্লিন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দলই দারুণ নৈপুণ্য প্রদর্শন করে। তবে শেষ হাসি হাসে লাল সবুজের দল।
দলের সঙ্গে থাকা উপ প্রধান কামরুন্নাহার ডানা এমন সাফল্যের পেছনে সবার অবদানকে তুলে ধরে বলেছেন, ‘বাংলাদেশ দলের খেলোয়াড়দের অক্লান্ত পরিশ্রমে এমন সাফল্য এসেছে। এছাড়া হেড কোচ রাজু ও সহকারী কোচ বিউটিসহ দলের সবাই পরিশ্রম করেছ। ডেলিগেশনে যারা ছিল তাদেরও নির্দেশনা ছিল। সবার দোয়ায় এমন সাফল্য এসেছে।’
এরপর কামরুন্নাহার ডানা দারুণ এই অর্জনের পর ইতালি থেকে মুঠোফোনে প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, ‘আমরা সত্যি খুবই উচ্ছ্বসিত। দলের প্রত্যেকেই খুশি, তারা দেশকে গর্বিত করেছে।’ ফ্লোর বলে ভবিষ্যতে আরও ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন এই ক্রীড়াবিদ, ‘আমাদের বাচ্চাদের মধ্যে দারুণ সম্ভাবনা আছে। স্কুল পর্যায় থেকে এই খেলাটাকে যদি ট্রেনিং করানো হয়, তবে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। আমি চাই সরকার, বিশেষকরে ক্রীড়া মন্ত্রণালয় যে আমাদের এই সাফল্য দেখে অন্তত ফ্লোর বলের জন্য কিছু করে।’
বাংলাদেশ দলে খেলছেন- ফাবিয়া খাতুন, তানমুন ইসলাম, তামাল্লিন, তানজিলা খাতুন, ফাতেমা আক্তার, অনিতা খাতুন, স্বর্ণা আক্তার ও মুক্তা আক্তার।
প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে আগামী সোমবার দেশে ফিরবে বাংলাদেশ।