× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১৬:২৮ পিএম

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল

আগামী ২২ মার্চ মাঠে গড়াবে আইপিএল। এর আগে নিজেদের নতুন অধিনায়কের নাম প্রকাশ করেছে দিল্লি ক্যাপিটালস। এবারের আসরে রাজধানীর দলটিকে নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল। গত নিলামে ঋশভ পান্তকে ছেড়ে দেওয়ায় দিল্লির ১৪তম অধিনায়ক হন প্যাটেল।

অভিজ্ঞ লোকেশ রাহুল ও দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিস মত ক্রিকেটাররা দলে থাকার পরও প্যাটেলকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি।

গত দুই মৌসুমে দিল্লির সহ-অধিনায়ক ছিলেন প্যাটেল। তবে গেল বছর দিল্লির অধিনায়ক হিসেবে অভিষেক হয় তার।

মন্থর ওভার রেটের কারণে সে সময় নিয়মিত অধিনায়ক ঋষভ পান্ত এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে নেতৃত্ব দেন প্যাটেল। গত কয়েক বছর ধরে আইপিএল ও জাতীয় দলের হয়ে দারুণ পারফরমেন্স করছেন প্যাটেল। ২০১৪ সালে ভারতের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলতি মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় অবদান রাখেন এই বাঁ-হাতি।

অধিনায়কত্ব  পেয়ে উচ্ছ্বসিত প্যাটেল, ‘দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়াটা আমার জন্য অত্যন্ত সম্মানের। আমার ওপর ভরসা রাখার জন্য দিল্লির কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। ক্যাপিটালসে আমার পথচলায় ক্রিকেটার ও মানুষ হিসেবে সমৃদ্ধ হয়েছি। নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিতে আমি প্রস্তুত।’

আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৮তম আসর। ২৪ মার্চ বিশাখাপত্নমে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে দিল্লি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা