প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১১:২৯ এএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫ ১১:৫৬ এএম
ভুটানের ক্লাবে আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের দুই নারী ফুটবলার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপনা চাকমা। বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) প্রথমে তাদের বিদেশের লিগে খেলার ছাড়পত্র দিতে চায়নি। পরে অবশ্য সিদ্ধান্ত পরিবর্তন করে দুজনকেই অনুমতিপত্র দিয়েছে ফেডারেশন।
ডিফেন্ডার মাসুরা ও রুপনার ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলার কথা। ঘরোয়া ক্লাব নাসরিন এফসি ও ফেডারেশনের কাগজপত্র ইতোমধ্যে পাঠানো হয়েছে ভুটানে। এ কাজে তাদের সহায়তা করেছেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, এমনটাই জানান মাসুরা। এপ্রিলে ভুটানের লিগ শুরু হওয়ার কথা।
দেশের নারী ফুটবলারদের মধ্যে অধিনায়ক সাবিনা খাতুন সবার আগে এবং সবচেয়ে বেশি বিদেশি লিগ খেলেছেন। গেল বছর ইস্ট বেঙ্গলে খেলে এসেছেন উইঙ্গার সানজিদা আক্তার। এ ছাড়া কৃষ্ণা রাণী সরকারের ভারতে নারী লিগের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে।
গত বছর ভুটানের ক্লাবের হয়ে এএফসি ওমেন্স লিগে খেলেছিলেন ঋতুপর্ণা চাকমা। সাবিনা খাতুন ওই ক্লাবের সঙ্গে থাকলেও নিবন্ধন জটিলতায় মাঠে নামতে পারেননি। এবার ভুটানের ঘরোয়া লিগে খেলার জন্য মাসুরা ও রুপনা খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন। শেষ পর্যন্ত তারা খেলতে যেতে পারেন কি না সেটাই দেখার বিষয়।