× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনার বিপক্ষে ছিটকে গেছেন নেইমার, ফিরেছেন এন্দ্রিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১০:৪৫ এএম

আপডেট : ১৫ মার্চ ২০২৫ ১১:০৩ এএম

আর্জেন্টিনার বিপক্ষে ছিটকে গেছেন নেইমার, ফিরেছেন এন্দ্রিক

প্রায় ১৬ মাস পর ফিরেছিলেন ব্রাজিল দলে। মাঠে নামার কথা ২১ ও ২৬ মার্চ। কিন্তু আবারও ছিটকে যেতে হলো নেইমার জুনিয়রের। তাতে ব্রাজিলের হয়ে মাঠে ফেরা আরও দীর্ঘায়িত এফসি সান্তোস ফরোয়ার্ডের। বিশ্বকাপ বাছাই পর্বের কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের দল থেকে ছিটকে গেছেন এ তারকা ফুটবলার। ইতোমধ্যে নেইমারের জায়গায় দলে ডাকা হয়েছে রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে।

ব্রাজিলের হয়ে সর্বশেষ নেইমার ম্যাচ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি ছিলেন মাঠের বাইরে। সম্প্রতি শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন এ তারকা। দলটির হয়ে ব্রাজিলের ফুটবল লিগে সাত ম্যাচে গোল করেছিলেন ৩টি; অ্যাসিস্ট আছে আরও ৩ গোলে। তবে সর্বশেষ দুই মার্চ খেলা ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসের ২-০ গোলের জয়ে পেশিতে চোট পান নেইমার। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) শুক্রবার রাতে নিশ্চিত করেছে, চোটের কারণে নেইমারকে দলে রাখা হচ্ছে না।

ছিটকে যাওয়ার তালিকায় নেইমারের সঙ্গে আছেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন ও ফ্ল্যামেঙ্গোর দানিলো। দুজনেরই বাদ পড়ার কারণ চোট। এ তারকার বদলে দলে ডাক পেয়েছেন ফরাসি ক্লাব লিওঁর গোলরক্ষক লুকাস পেরি এবং ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো।

সিবিএফের বিবৃতিতে ব্রাজিলের প্রধান কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘দল ঘোষণার পর ব্রাজিল জাতীয় দলের মেডিকেল বিভাগ আমাদের সব খেলোয়াড়; বিশেষ করে দানিলো, নেইমার ও এডারসনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর জানাচ্ছিল। মূল্যায়ন শেষে তাদের বদলে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং এনদ্রিককে দলে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই পর্বের শেষ হয়েছে ১২ রাউন্ড। পয়েন্ট তালিকায় ৫-এ আছে ব্রাজিল। আগামী বৃহস্পতিবার ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে সেলেসাওরা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। এরপর বুয়েনস এইরেসে গিয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ ২৬ মার্চ। কলম্বিয়া, আর্জেন্টিনা দুই দলই ব্রাজিলের থেকে পয়েন্ট তালিকায় ওপরে আছে। আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। ১৯ পয়েন্ট পেয়ে ৪-এ কলম্বিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা