× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রান্স দলে ফিরলেন এমবাপ্পে, প্রথমবার ডাক পেলেন দুয়ে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১৬:১২ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৫ ১৬:২৩ পিএম

ফ্রান্স দলে ফিরলেন এমবাপ্পে, প্রথমবার ডাক পেলেন দুয়ে

অবশেষে ফ্রান্স দলে ফিরেছেন কিলিয়ান এমবাপে। ছয় মাসের বেশি সময় পর জাতীয় দলের স্কোয়াডে ফিরলেন ফরাসি এই তারকা। একই সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পিএসজির তরুণ স্ট্রাইকার দিজায়ার দুয়ে। গতকাল বৃহস্পতিবার নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের জন্য ক্রোয়েশিয়ার বিপক্ষে দুই লেগের ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

এমবাপে শেষবার ফ্রান্সের হয়ে খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। এরপর অক্টোবর ও নভেম্বরে নেশন্স লিগের গ্রুপ পর্বের দুই ম্যাচে ২৬ বছর বয়সী এমবাপেকে দল থেকে বাদ দিয়েছিলেন। রিয়াল মাদ্রিদের এই তারকা প্রথমে ফিটনেসের ঘাটতির কারণে বাদ পড়েছিলেন। যদিও পরবর্তীতে জানানো হয় বাদ পড়ার পেছনে এমবাপের ব্যক্তিগত কারণ দায়ী। তবে তার বাদ পড়া নিয়ে সেসময় কম আলোচনা হয়নি। 

তবে গত মাসে ফরাসি ক্রীড়া পত্রিকা লেকিপেকে দেওয়া সাক্ষাৎকারে দেশম ব্যাখ্যা করেছিলেন এমবাপেকে না রাখার কারণ। ইউরোয় নাক ভাঙার চোট, পিএসজির শেষ দিকে কঠিন সময় পার করা ও রিয়াল মাদ্রিদে মানিয়ে নেওয়ার প্রক্রিয়াকে গুরুত্ব দিয়েই তাকে বাইরে রেখেছিলেন বিশ্বকাপজয়ী কোচ। তবে পরে এমবাপের ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাইয়ের খবরও আসে সংবাদ মাধ্যমে।

ফ্রান্স দলে ফেরার সঙ্গে সঙ্গে আরও এক কীর্তির সামনে দাঁড়িয়ে এমবাপে। ৮৬ ম্যাচে ৪৮ গোল করা এই ফরোয়ার্ড দেশের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে আছেন। অধিনায়ক হিসেবে এমবাপে থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে দেশম বলেন, ‘আমি তার সাথে এ বিষয়ে কথা বলেছি। কয়েক সপ্তাহ আগে আমি যেটা বলেছিলাম সেটাই নিশ্চিত করে বলছি এমবাপেই দলের অধিনায়ক থাকবেন।’

রিয়ালের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন এমবাপে। গত বছর রিয়ালের যোগ দেওয়ার পর সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত করেছেন ২৮ গোল। এমবাপেসহ রিয়াল মাদ্রিদের তিন খেলোয়াড় এবার দলে ডাক পেয়েছেন। মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি ও এদুয়ার্দো কামাভিঙ্গাও ফিরেছেন স্কোয়াডে। চোটের কারণে সবশেষ স্কোয়াডে ছিলেন না চুয়ামেনি। এদিকে, উসমান দেম্বেলে (পিএসজি) ও জুল কুন্দে (বার্সেলোনা) জায়গা পেয়েছেন ফরাসি দলে।

এদিকে ক্লাব ফুটবলে দুর্দান্ত ফর্মের পুরস্কার হিসেবেই বৈচিত্র্যময় দুয়েকে দলে নেওয়া হয়েছে বলে দেশম স্বীকার করেছেন। ১৯ বছর বয়সী এই বিস্ময়বালক মধ্য ডিসেম্বর থেকে পিএসজির হয়ে নিয়মিত মাঠে নামার সুযোগ পেয়ে ২৩ ম্যাচে করেছেন ১৭ গোল। উইঙ্গার পজিশন ছাড়াও মিডফিল্ডেও দুয়ে সমান পারদর্শী। মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র দ্বিতীয় লেগে বদলি বেঞ্চ থেকে উঠে এসে দুর্দান্ত খেলেছেন। পেনাল্টি শ্যুট-আউট থেকে তিনি প্রথম গোলটি করেছিলেন। 

আগস্টে রেনে থেকে ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন দুয়ে। গত বছর প্যারিস অলিম্পিকে রৌপ্যজয়ী ফরাসি অনূর্ধ্ব-২৩ দলের কোচ থিয়েরি অঁরির দলে ছিলেন দুয়ে। দেশম বলেছেন, ‘ক্লাবের হয়ে সে সবসময়ই মূল দলে খেলেন না। কিন্তু যখনই সে মাঠে নামে তখনই নিজেকে প্রমাণে ব্যস্ত রাখে। সে বয়সে এখনো তরুণ, কিন্তু সে আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। আমি হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে পারতাম। কিন্তু আমি তাকে এখনই ডেকেছি। কারণ আমি মনে করি এটাই সঠিক সময়।’

তবে দল থেকে বাদ পড়েছেন এন’গোলো কান্তে। সৌদি আরবের পেশাদার লিগে খেলা তারকা এই মিডফিল্ডার পেশীর ইনজুরিতে ভুগছেন বলে দেশম জানিয়েছেন। আগামী বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ক্রোয়েশিয়ার মোকাবিলা করবে ফ্রান্স। ২৩ মার্চ ফিরতি লেগে স্তাদে দি ফ্রান্সে দ্বিতীয় লেগে ক্রোয়েটদের আতিথ্য দেবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা