× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অক্টোবরে আফগানিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১৪:৫৪ পিএম

অক্টোবরে আফগানিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ!

চলতি বছরের অক্টোবরে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের আলোচনা চলছে। এর আগে একাধিকবার চেষ্টা করেও টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে ব্যর্থ হয়েছিল দুই দেশের বোর্ড। এবার আরও একবার শুরু হয়েছে চেষ্টা। 

ভারতে অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি), এমন খবর প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, ‘আমরা ইতোমধ্যে এসিবির সাথে আলোচনা শুরু করেছি যে সিরিজটি আগে স্থগিত করা হয়েছিল তা নিয়ে। আশা করছি রমজান শেষে আরও আলোচনা হবে। আশা করছি আমরা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারব, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা মাথায় রেখে।’

এক এসিবি কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, ‘যদি আপনি এফটিপির দিকে তাকান তাহলে এখানে কিছু একটা (উইন্ডো) থাকতে হবে সেখানে (২-১২ অক্টোবর) এবং আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি দিনক্ষণ চূড়ান্ত করার ব্যাপারে।’

বাংলাদেশকে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজে আতিথ্য দেওয়ার কথা ছিল আফগানিস্তানের। তবে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজের কথা চিন্তা করে দুই দেশের বোর্ড সিরিজ স্থগিত করে। পরে ভারতের নয়দাতে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টিতে সাদা বলের সিরিজ আয়োজন করার প্রস্তাব দিয়েছিল এসিবি, কিন্তু ভারতের সেই অংশকে আন্তর্জাতিক সিরিজের জন্য উপযোগী মনে করেনি বিসিবি।

পরে গত নভেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতে তিন ওয়ানডের সিরিজ খেলেছে বাংলাদেশ এবং আফগানিস্তান। এবার শুরু হয়েছে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আলোচনা। সুবিধাজনক সময়ে দুই টেস্টের সিরিজ আয়োজন করার পক্ষেও আছে দুই বোর্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা