× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ক্রিকেটে সম্মানিত ব্যক্তিত্বদের একজন মাহমুদউল্লাহ : বিসিবি সভাপতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ১৩:৫০ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৫ ১৩:৫৩ পিএম

মাহমুদউল্লাহর প্রশংসা করেছেন বিসিবির সভাপতি

মাহমুদউল্লাহর প্রশংসা করেছেন বিসিবির সভাপতি

ক্যারিয়ারের সায়াহেৃ দাঁড়িয়ে অবসরের প্রহর গুণছিলেন। কথা হচ্ছিল বেশ, সহসা অবসরে যাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভায়রা ভাই মুশফিকুর রহিমের পথ অনুসরণ করবেন তিনিও। যেই ভাবা সেই কাজ। আগেই রাজকীয় ফরম্যাট টেস্ট এবং কুড়ি কুড়ির খেলা থেকে সরে দাঁড়ানো অভিজ্ঞ অলরাউন্ডার বিদায় নিলেন এবার একদিনের ক্রিকেট থেকে। গতকাল (বুধবার) নিজের ফেসবুক পেজে এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন ‘দ্য সাইলেন্ট কিলার’ খ্যাত মাহমুদউল্লাহ।

সদ্য সাবেক হওয়া মাহমুদউল্লাহর অবসরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান মাশরাফি বিন মতুর্জা, সাকিব আল হাসান ও তামিম ইকবালরা। তারা মনের ভাব উগড়ে দেন। স্মৃতিচারণ হন। একসঙ্গে লড়ে যাওয়ার মুহূর্তগুলো সামনে আনেন। সাবেক সতীর্থদের প্রতিক্রিয়ার পর আজ বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ দলে অসাধারণ অবদানের জন্য মোঃ মাহমুদউল্লাহকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করা এই অভিজ্ঞ ক্রিকেটার ১৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন।'

বিসিবি বিবৃতিতে আরও লিখেছে, 'বিভিন্ন ফরম্যাটে সব মিলিয়ে মাহমুদউল্লাহ ৪৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যেখানে রান করেছেন ১১,০৪৭ রান এবং উইকেট নিয়েছেন ১৬৬টি। আইসিসি ইভেন্টে বাংলাদেশি খেলোয়াড় হিসেবে সর্বাধিক সেঞ্চুরি (৪) করার গৌরব তার রয়েছে এবং ওয়ানডেতে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ এবং টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তিনি ছয়টি টেস্ট ম্যাচ এবং ৪৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছেন।'

অভিজ্ঞ অলরাউন্ডারের প্রশংসা করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, 'এটি বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত সকলের জন্য একটি হৃদয়বিদারক মুহূর্ত, কারণ মাহমুদউল্লাহ প্রায় দুই দশক ধরে জাতীয় দলের শক্তির স্তম্ভ হয়ে আছেন। চাপের মধ্যেও তার ধারাবাহিকতা এবং সাফল্য তাকে অমূল্য সম্পদে পরিণত করেছে। তার নিষ্ঠা এবং পারফরম্যান্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মানদণ্ড স্থাপন করেছে এবং তাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।'

বিসিবি সভাপতি বলেন, 'মাহমুদউল্লাহ গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য পারফর্মারদের একজন হিসেবে খ্যাতি অর্জন করেছেন। ব্যাটিং হোক বা বোলিং, যখন দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তখনই তিনি সেরাটা করে দেখিয়েছেন। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তার শান্ত আচরণ এবং মাঠে তার নেতৃত্ব বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্বদের একজন হিসেবে তার মর্যাদাকে সুদৃঢ় করেছে।'

ফারুক আহমেদ আরও বলেন, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, আমরা মাহমুদউল্লাহর অসাধারণ ক্যারিয়ার উদযাপন করছি এবং দল এবং খেলাধুলার প্রতি তার অমূল্য সেবার জন্য আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা তার ভবিষ্যতের সকল প্রচেষ্টায় তার সাফল্য কামনা করি এবং আত্মবিশ্বাসী যে তার অভিজ্ঞতার ভান্ডার বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করে তুলবে।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা