প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ১৩:৩৭ পিএম
ঘরোয়া ক্রিকেটারদের বেতন ৯০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি
চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান কেমন পারফর্ম করেছে সে হিসেব পরে। তবে এটা স্বীকার করে নিতে হবে, আয়োজক হিসেবে যথেষ্ট মুন্সিয়ানা দেখিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা ব্যবস্থা, যাতায়াত, থাকা ও আনুসাঙ্গিক চাহিদা ভালোভাবেই মিটিয়েছে তারা। আট জাতির আসর আয়োজনে সাধ্যের বাইরে খরচ করেছে পিসিবি। যার প্রভাব পড়েছে ক্রিকেট বোর্ডের ওপর।
জানা গেছে, খরচ বাঁচাতে দেশটির ঘরোয়া ন্যাশনাল টি-২০ কাপের ম্যাচ ফি ৯০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার জিও নিউজ এমনই সংবাদ প্রচার করেছে।
জিও নিউজ মারফত জানা যায়, ন্যাশনাল টি-২০ কাপে খেলা ঘরোয়া ক্রিকেটারদের বেতন ৯০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে। এতে করে আগে যে ক্রিকেটার ম্যাচ প্রতি ফি বাবদ ৪০ হাজার পাকিস্তানি রুপি পেতেন, তিনি এবার মাত্র ১০ হাজার পাকিস্তানি রুপি পাবেন। রিজার্ভ ক্রিকেটাররা পাবেন মাত্র ৫ হাজার পাকিস্তানি রুপি। পাকিস্তানের সংবাদ মাধ্যম দাবি করেছে, পারিশ্রমিক কম হওয়ায় বাবর, নাসিম, রিজওয়ান এই টুর্নামেন্টে খেলবেন না।
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য তিনটি স্টেডিয়ামে সংস্কার কাজ করেছে, ঢেলে সাজিয়েছে। যে কারণে অনেক অর্থ খরচ করতে হয়েছে তাদের। কিন্তু দর্শক খরা ও স্পন্সরশিপ না পাওয়ায় রেভিনিউ অর্জনে ব্যর্থ হয়েছে পিসিবি। যার প্রভাব পড়েছে আর্থিক খাতে।