চ্যাম্পিয়নস লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ১১:৪৭ এএম
রোলারকোস্টারে চড়ে শেষ হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির শেষ ষোলো
রোলারকোস্টারে চড়ে শেষ হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির শেষ ষোলো। যাতে লেখা হয়েছে উত্থান-পতন আর হাসি-কান্নার গল্প। ইউরোপিয়ান জায়ান্ট কিলিংয়ের মতো ঘটনা ঘটেছে এই পর্বে। বিশেষ করে লিভারপুলের ব্যাপারটি না বললেই নয়। চূড়ায় থেকে শেষ ষোলোয় পা রাখা আর্নে স্লটের দল হোঁচট খেয়েছে নকআউটে। পিএসজি তাদের কাঁদিয়ে শেষ আট নিশ্চত করেছে।
লিভারপুল ছাড়া অবশ্য বাকিদলগুলো, বিশেষ করে রিয়াল মাদ্রিদ,বার্সেলোনা ও আর্সেনালের মতো দলগুলো শ্রেষ্ঠত্ব দেখিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে। শেষ আটে কে কার মুখোমুখি হচ্ছে, তা একনজরে দেখে নেওয়া যাক। শেষ আটের প্রথম লেগের লড়াই মাঠে গড়াবে ৮ এপ্রিল। আর দ্বিতীয় লেগে দলগুলো মাঠে নামবে ১৫ এপ্রিল।
শেষ আটে কে কার মুখোমুখি
আর্সেনাল : রিয়াল মাদ্রিদ
বায়ার্ন মিউনিখ : ইন্টার মিলান
বার্সেলোনা : বরুসিয়া ডর্টমুন্ড
পিএসজি : অ্যাস্টন ভিলা