প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১২:০৩ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৫ ১২:১৩ পিএম
মো. মাসুম বিল্লাল ফারদিন। ছবি : সংগৃহীত
ধান নদী খালÑ এ তিনে বরিশাল, এ প্রবাদের মতোই সুন্দর এ বিভাগটি। এ বিভাগ একটা সময় ছিল খেলাধুলায় বেশ এগিয়ে। তবে সেখানে হঠাৎ ছন্দপতন। বেশ অনেকটা বছর ধরে বরিশাল থেকে তারকা খেলোয়াড় পাওয়াই যেন মুশকিল।
তবে এবার নতুন আশার সঞ্চার হয়েছে বরিশালে। কেননা এবারের বিপিএলের শিরোপা জিতে এবং সে শিরোপা বরিশালের মাটিতে নিয়ে গিয়ে বরিশালবাসী যেন নতুনভাবে এ অঞ্চলকে খেলাধুলায় এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন বুনেছেন।
আর এ ধারা এক ধাপ এগিয়ে নিতে বরিশাল স্পোর্টিং ক্লাব তাদের কমিটি দিয়েছে। তাদের মূল উদ্দেশ্য এ অঞ্চলের খেলাধুলা এগিয়ে নেওয়া। যুবসমাজ যেন সুন্দর পরিবেশে বেড়ে ওঠে।
এদিকে এ ক্লাবের চার বছর মেয়াদি এ কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে স্থান করে নিয়েছেন মো. মাসুম বিল্লাল ফারদিন। তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের সময় অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। হামলা-মামলার মতো ঘটনায় পিষ্ট হয়েছেন বহুবার। তবে সম্প্রতি সেসব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।
নতুন এ দায়িত্ব পেয়ে মো. মাসুম বিল্লাল ফারদিন বলেন, ‘আসলে আমার ধ্যানজ্ঞানে খেলাধুলা। মূলত আমি একটা সময় ভালো ক্রিকেট খেলতাম। জাতীয় দলে যাওয়ার ভাগ্য তো হয়নি। তবে আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করব যেন ক্রিকেটসহ অন্যান্য খেলায় বরিশালের সন্তানরা ভালো অবস্থানে যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘চার বছরের জন্য আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি সততার সঙ্গে পালন করব। আমার বেশ কিছু পরিকল্পনা আছে যা এক এক করে করতে চাই।’ এদিকে মো. মাসুম বিল্লাল ফারদিন ২০২২ সালে বিপিএলের বরিশাল দলের সঙ্গে যুক্ত ছিলেন। সে অভিজ্ঞতাও তিনি কাজে লাগাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে মো. মাসুম বিল্লাল ফারদিনের এ পরিচয়ের বাইরে আরেকটি বড় পরিচয় তিনি যুক্ত আছেন সংগীতের সঙ্গে। অভিনয়েও তার প্রতিভার ছাপ রেখেছেন। সেই সঙ্গে তিনি বাংলাদেশ ক্রিকেট কাউন্সিলের ক্রিয়েটিভ এক্সিকিউটিভের দায়িত্ব পালন করছেন এবং ২০২২ সাল থেকে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, বরিশাল স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট হয়েছেন সৈয়দ রিয়াজুল করিম।