প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১০:৩৪ এএম
আপডেট : ১২ মার্চ ২০২৫ ১১:০১ এএম
চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে প্রতিপক্ষের মাঠ থেকে জিতে আসা লিভারপুল ঘরের মাঠে আগে কখনও হারেনি। সেই রেকর্ড ভেঙে দিয়েছে পিএসজি। দুই লেগ মিলে দাপুটে খেলায় ফয়সালা হয় টাইব্রেকারে। সেখানেই অলরেডদের স্বপ্নভঙ্গ। পরের পর্বের টিকিট পায় ফ্রেঞ্চ জায়ান্টরা।
চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে জয় নিয়ে ফিরেছিল লিভারপুল। বুধবার অ্যানফিল্ডে তারাই ছিল ‘প্রতিবেশী’। গোলে শট, আক্রমণ-প্রতি আক্রমণের খেলায় ভুগেছে আর্নে স্লটের শিষ্যরা। ১ গোলে এগিয়ে থেকেও তাই আসে হার। এদিন উসমান দেম্বেলের গোলে সমতায় ফেরে পিএসজি। পরে খেলা টাইব্রেকারে গড়ালে সেখানে ব্যর্থ হন আলিসন বেকার। ৪:১ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করে প্যারিসের দলটি।
অ্যানফিল্ডে ম্যাচের ১২ মিনিটের মাথায় গোল করেন উসমান দেম্বেলে। এরপর আক্রমণ-প্রতি আক্রমণে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তখনও আসেনি ফয়সালা। জমজমাট ম্যাচটি এরপর গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে পিএসজি। তাতেই গ্রুপ পর্বে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া লিভারপুল নেয় বিদায়।
পিএসজির পেনাল্টি শটে ভিতিনিয়া, গনসালো রামোস, দেম্বেলে ও দিসায়ার দুয়ের শট ঠেকাতে পারেননি আলিসন বেকার। আর লিভারপুলের ডারউইন নুনেস ও কার্টিস জোনসের শট ঠেকিয়ে পিএসজির নায়ক বনে যান দোন্নারুমা।
অ্যাস্টন ভিলা অথবা ক্লাব বুর্গের কোনো একটি প্রতিপক্ষের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে নামবে পিএসজি। শেষ আটে প্যারিসের ক্লাবটির প্রথম লেগ ৮ এপ্রিল।
ম্যাচটি হারলেও মোহাম্মদ সালাহদের পারফরম্যান্সে খুশি লিভারপুল কোচ আর্নে স্লট, ‘আমার সম্পৃক্ততা থাকা সেরা ম্যাচ এটা। ম্যানসিটি বা রিয়ালের বিপক্ষে প্রথম ২৫ মিনিটের কথা বলতে পারি, তবে আজকের ম্যাচের প্রথম ২৫ মিনিট ছিল অবিশ্বাস্য।’
শেষ ষোলোর দ্বিতীয় লেগের অন্য ম্যাচে লেভারকুসেনকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ১টি করে গোল করেছেন হ্যারি কেইন ও ডেভিস। এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে কেইনের গোল এখন ১০টি। ইংল্যান্ডের কোনো খেলোয়াড় এক মৌসুমে করতে পারেননি এত বেশি গোল।