প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১৯:০৪ পিএম
মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে এশিয়ান নারী কাবাডিতে ব্রোঞ্জজয়ী দলকে সংবর্ধনা অনুষ্ঠানে দলের সঙ্গে যুব ও ক্রীড়া সচিব রেজাউল মাকছুদ জাহেদী। প্রবা ফটো
কাবাডির দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে এশিয়ান নারী কাবাডিতে ব্রোঞ্জজয়ী দলকে সংবর্ধনা অনুষ্ঠানে এই অর্থ তুলে দেন যুব ও ক্রীড়া সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম।
ইরানে নারী দলের এই সাফল্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা অনেক খুশি হয়েছেন বলে জানান রেজাউল মাকছুদ জাহেদী, ‘নারী কাবাডি দল নিয়ে আমরা গর্বিত। আমাদের ক্রীড়া উপদেষ্টা অনেক খুশি হয়েছেন নারী দলের এই অর্জনে। উপদেষ্টার পক্ষ থেকে আমরা আপনাদের সংবর্ধনা দিচ্ছি।’ এরপর তিনি জানানা যে আগামীতে কাবাডির জন্য বাজেট বাড়ানো হবে। তাছাড়া উন্নত প্রশিক্ষণের জন্য ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান ঘোষণা করনে মাকছুদ জাহেদী।
বাংলাদেশ নারী দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, ‘আমরা পদক জিতেছি, এটা অনেক গর্বের। আন্তর্জাতিক অঙ্গনে আমরা পদক হারিয়েছিলাম। আবার ফিরিয়ে আনতে শুরু করেছি। আমাদের জন্য কিছু করলে আমরা দেশকে আরও কিছু দিতে পারবো। খেলোয়াড়ি জীবনে পদক জেতার পর এবার কোচ হিসেবে পদক পেলেন মালেকা। এ নিয়ে প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, এটা খু্বই আনন্দের যে খেলোয়াড় এরপর কোচ হিসেবে পদক জিতলাম।’
নারী কাবাডি দলের অধিনায়ক শ্রাবনী মল্লিক। চার বছর কাবাডি থেকে বাইরে ছিলেন তিনি। দলে পিরেই পেয়েয়েছেন অধিনায়কের দায়িত্ব। নতুন করে ফেরা নিয়ে প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, ‘যখন ফিরে আসলাম নতুন করে ভাবলাম কাবাডিতে ফিরতে হবে। সে সময় মানে ২০২৪ সালে পুলিশে আসলাম, তারপর ট্রেনিং করলাম, ওয়েট কমালাম; এরপর তো জাতীয় দলে আসার পর অধিনায়কের দায়িত্ব পেলাম, ভাবলাম দলের জন্য দেশের জন্য কিছু করতে হবে। এখন পদক জিতেছি, খুবই খুশি।’
দেশে জাতীয় পর্যায়ে আনসারের হয়ে আটটি গোল্ডমেডেল আছে বাংলাদেশ অধিনায়কের। এবার প্রথমবার জাতয়ী দলের হয়ে জিতলেন ব্রোঞ্জ পদক। মেয়েদের এই সাফল্যে ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান প্রসঙ্গে শ্রাবনী মল্লিক বলেছেন, ‘ফেডারেশনকে দেওয়া মানেই খেলোয়াড়দের দেওয়া। কাবাডির উন্নতির জন্যই তো দিছে (অনুদানের ২৫ লাখ টাকা), তো কাবাডির উন্নতিই খেলোয়াড়দের উন্নতি। এটা নিয়ে আমি বেশি কিছু বলতে পারব না। তারপরও আশা করেছিলাম ব্যক্তিগতভাবে পাবো, কিন্তু এ নিয়ে কোনো আক্ষেপ হতাশা নেই। ফেডারেশনকে দেওয়া হয়েছে মানে সেটা তো আমাদের ট্রেনিংয়ের জন্য খরচ করা হবে।’
এদিন প্রাথমিক বক্তব্যের সময় একটু আবেগি ছিলেন শ্রাবনী। সেটির কারণ জানাতে গিযে বলেছেন, ‘দীর্ঘদিন পর ফিরে আসা, একটা সাফল্য পেলাম, এরকম একটা খুশির সংবাদ দেশের জন্য নিয়ে আসলাম, সবমিলে এটা ভেবেই হয়ত একটা আবেগি হয়ে পড়েছিলাম। সবমিলে একটা চ্যালেঞ্জ ছিল, দলে ফেরার পরই তারা আমাকে অধিনায়কের দাযিত্ব দিল, এই সম্মানটার জন্য কিছু করতে চেযেছিলাম।’