× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়ে খেলবে নিউজিল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১৩:২৭ পিএম

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়ে খেলবে নিউজিল্যান্ড

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান পারেনি, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেয়েছে নাকানিচুবানি। সেই নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। সফরে পূর্ণ শক্তির দল নিয়ে গেলেও পাকিস্তানকে গোনায় ধরেনি কিউইরা। তারা সাজিয়েছে দ্বিতীয় সারির দল।

ঘরের মাঠে সিরিজ সামনে রেখে দ্বিতীয় সারির দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যেখানে কিউইদের দলে থাকছে না সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা মূল দলের অনেকেই। মিচেল স্যান্টনারের পরিবর্তে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল।

শুধু স্যান্টনারই নয়, পাকিস্তান সিরিজের পরিবর্তে আইপিএলকে বেছে নিয়েছেন লোকি ফার্গুসন, রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপসরা। তবে চোট কাটিয়ে এই সিরিজে ফিরেছেন ফিন অ্যালেন। জিমি নিশাম এবং টিম সেইফর্ট, কাইল জেমিসন ও উইল ও'রুর্ককে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য দলে রাখা হয়েছে। পেসার ম্যাট হেনরি থাকবেন শেষ দুই ম্যাচের জন্য।

এবারের আইপিএল শুরু ২২ মার্চ। এর ৬ দিন আগে ১৬ মার্চ শুরু হবে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যা শেষ হবে ২৬ মার্চ। তাই খেলোয়াড় বাছাইয়ে তরুণদের দিকেই বেশি ঝুঁকেছে কিউইদের বোর্ড।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল
মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস (শেষ দুই ম্যাচ), মিচেল হে, ম্যাট হেনরি (শেষ দুই ম্যাচ), কাইল জেমিসন (প্রথম তিন ম্যাচ), ড্যারিল মিচেল, জেমস নিশাম, উইল ও’রোক (প্রথম তিন ম্যাচ), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা