× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ২২:১২ পিএম

ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করে রাখা হয়েছে “রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স

ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করে রাখা হয়েছে “রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স

ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করে রাখা হয়েছে “রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স”। রবিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম সই করা এক চিঠিতে এই স্থাপনার নতুন নাম সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় বাসার ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লাগে ছয় বছরের রিয়া গোপের। পাঁচ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যায় সে। তার স্মরণে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করা হলো।

গত বছরের ১৯ জুলাই দুপুরের খাওয়া শেষ করে ছাদে খেলতে যায় রিয়া গোপ। কিছুক্ষণ পরই বাসার সামনে হইহল্লা শুরু। এমনটা দেখেই রিয়ার বাবা ছুটে যান ছাদ থেকে মেয়েকে ঘরে আনতে। নিয়তির কী পরিহাস, মেয়েকে কোলে নিতেই একটি বুলেট এসে লাগে মাথায়। মুহূর্তেই রিয়া ঢলে পড়ে বাবার কোলে। রক্তে ভেজা মেয়েকে নিয়ে বাবা ছোটেন হাসপাতালে। কিন্তু বাঁচানো গেল না রিয়াকে। সবাইকে কাঁদিয়ে মেয়েটি চলে যায় না ফেরার দেশে।

ক্ষমতা গ্রহণের পর ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। কদিন আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে করা হয় জাতীয় স্টেডিয়াম, ঢাকা। গতকাল আরও চারটি ক্রীড়া স্থাপনার নতুন নামকরণ হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা