মেয়েদের ডিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১৮:০৬ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫ ১৮:১৬ পিএম
এক ম্যাচ বাকি থাকতেই মেয়েদের ডিপিএলের শিরোপা নিশ্চিত করেছে শেলটেক ক্রিকেট একাডেমি; ছবি: আ. ই. আলীম
জিতলেই চ্যাম্পিয়ন, হেরে গেলেও সুযোগ থাকবে আরেকটি। এমন সমীকরণের ম্যাচে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে ৪ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেনস ক্রিকেট লিগের শিরোপা নিশ্চিত করেছে শেলটেক ক্রিকেট একাডেমি।
লিগে
সাত ম্যাচে পূর্ণ ১৪ পয়েন্ট নিগার সুলতানা জ্যোতির দল শেলটেকের। লিগের বর্তমান চ্যাম্পিয়ন
মোহামেডান স্পোর্টিং ক্লাবের ঝুলিতে সাত ম্যাচে ১২ পয়েন্ট। তারা শেষ ম্যাচ জিতলে ও
শেলটেক হেরে গেলে দুই দলেরই হবে সমান ১৪ পয়েন্ট।
টুর্নামেন্টের
নিয়ম অনুযায়ী, দুই দলের সমান পয়েন্টের ক্ষেত্রে বিবেচনায় আসবে মুখোমুখি লড়াইয়ের ফল।
লিগের উদ্বোধনী ম্যাচেই মোহামেডানকে ৫৩ রানে হারিয়েছিল শেলটেক। তাই শেষ ম্যাচ হারলেও
ট্রফি উঁচিয়ে ধরবে প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে উঠে আসা দলটি।
রবিবার
ইউল্যাব ক্রিকেট মাঠে খেলাঘরের দেওয়া ১১৯ রানের মামুলি লক্ষ্য ৬ উইকেট হারালেও ১৪৫
বল বাকি থাকতেই পেরিয়ে যায় শেলটেক। টস জিতে ব্যাট করতে নামা খেলাঘরের ইনিংসে সর্বোচ্চ
২৩ রান করেন তাজিয়া আক্তার। ছোট লক্ষ্য তাড়ায় ইশমা তানজিম ২৮ ও শারমিন সুলতানা ৪১ রান
করলে ১ উইকেটে ৮০ রান করে ফেলে তারা। এরপর ধস নেমে ১৩ রানের মধ্যে আউট হন পাঁচ ব্যাটার।
পরে ফাহিমা ১১ ও সুমনা ১২ রানের অবিচ্ছিন্ন ইনিংসে নিশ্চিত হয় তাদের জয়।
বসুন্ধরা
স্পোর্টস কমপ্লেক্স মাঠে দিনের আরেক ম্যাচে বিকেএসপিকে ৭৪ রানে হারায় মোহামেডান। তাদের
দেওয়া ২২০ রানের লক্ষ্যে ১৪৫ রানে গুটিয়ে যায় বিকেএসপি। মোহামেডানকে দুইশ ছাড়ানো স্কোর
এনে দেওয়ার বড় কারিগর শারমিন আক্তার। তিন নম্বরে নেমে ১০৮ বলে ৭৪ রান করেন তিনি। শেষ
দিকে সালমা খাতুন ২৭ বলে ৩৪ ও আয়েশা রহমান ৫৯ বলে খেলেন ৩৫ রানের ইনিংস।
রান
তাড়ায় ৭২ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বিকেএসপি। অষ্টম উইকেটে ৬৭ রানের
জুটি গড়েন নিশিতা আক্তার ও ফারজানা ইয়াসমিন। আট নম্বরে নেমে দলের সর্বোচ্চ ৪২ রান করেন
ফারজানা। নিশিতার ব্যাট থেকে আসে ২৭ রান। বল ফারিহা ইসলাম নেন ৩ উইকেট। এছাড়া সালমা,
আয়েশা ও রুমানা আহমেদের শিকার ২টি করে উইকেট।