প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১১:৫৪ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫ ১১:৫৭ এএম
জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ফরম্যাটেই ম্যাচ ফি বাড়ানো হলেও সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে টেস্ট ক্রিকেট। লাল বলের ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে এবং ক্রিকেটারদের আগ্রহ ধরে রাখতে এই পদক্ষেপ বিসিবি নিয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী, একটি টেস্ট ম্যাচের ম্যাচ ফি ছয় লাখ টাকা থেকে বাড়িয়ে আট লাখ টাকা করা হয়েছে। সাদা পোশাকের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে এবং খেলোয়াড়দের এই ফরম্যাটে আরও উৎসাহী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটেও বেড়েছে ম্যাচ ফি। ওয়ানডে ম্যাচের জন্য ম্যাচ ফি তিন লাখ থেকে বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে। টি-টোয়েন্টিতে ম্যাচ ফি দুই লাখ থেকে বেড়ে হয়েছে আড়াই লাখ টাকা।
বিশ্ব ক্রিকেটের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রেখেই বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে বিশাল অঙ্কের চুক্তির প্রলোভন থাকায় অনেক ক্রিকেটারই দীর্ঘ ফরম্যাট থেকে দূরে সরে যাচ্ছেন। এই নতুন ম্যাচ ফি কাঠামো টেস্ট ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।