× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিম্বাবুয়ে সফরের দুই টেস্টই ঢাকার বাইরে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১৯:৫৪ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ দলের চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শেষ হয়েছে গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিতের পরই। ফলে টাইগার ক্রিকেটাররা বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন। শিগগিরই তাদের আবার আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে হবে। আগামী এপ্রিলে জিম্বাবুয়ে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে আসবে বাংলাদেশে। আসন্ন এই সিরিজে কোনো ম্যাচ রাখা হয়নি দেশের প্রধানতম ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

শনিবার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দুই ম্যাচের টেস্ট সিরিজটি খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। সফরসূচিতে কোনো প্রস্তুতি ম্যাচ রাখা হয়নি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচটি শুরু ২০ এপ্রিল। দ্বিতীয় ও শেষ ম্যাচ ২৮ এপ্রিল শুরু হবে বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। এই সিরিজটি হওয়ার কথা ছিল গত বছর। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিকে ভাবনায় রেখে তখন টেস্ট সিরিজ পিছিয়ে দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুদল।

বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেখানে ১-১ সমতা নিয়ে ফিরলেও, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিক্ত স্মৃতি ছিল শান্ত-মিরাজদের। প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্টেই পাত্তা পায়নি বাংলাদেশ। এর আগে ভারতের মাটিতে তারা আরেকটি ২ টেস্টের সিরিজ হেরে এসেছিল। অবশ্য পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের কীর্তিও গড়েছে লাল-সবুজের দল।

এদিকে টেস্ট খেলতে জিম্বাবুয়ে সবশেষ বাংলাদেশে এসেছিল ২০২০ সালে। একমাত্র টেস্ট ম্যাচটি ইনিংসের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ওই সফরের আগে বাংলাদেশে চারটি টেস্ট সিরিজ খেলেছে জিম্বাবুয়ে-২০০১, ২০০৫, ২০১৪ ও ২০১৮ সালে। বাংলাদেশে ১০ টেস্ট খেলে তাদের জয় দুটি। ২০০১ সালে তাদের ক্রিকেটের স্বর্ণসময়ে প্রথম জয়টি পেয়েছিল অ্যান্ডি ফ্লাওয়ার, গ্রান্ট ফ্লাওয়ার, হিথ স্ট্রিক, স্টুয়ার্ট কার্লাইল, হেনরি ওলোঙ্গাদের দল। পরে ২০১৮ সালে সিলেটে বাংলাদেশকে চমকে দিয়ে তারা জয় পায় ১৫১ রানে।

গত বছর লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে ঢাকার বাইরে দুটি ম্যাচ খেলে অভিজ্ঞতা সুখকর হয়নি বাংলাদেশের। দুটি টেস্টেই হেরেছিলেন নাজমুল হাসান শান্তরা। আসন্ন সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হবে রোজার ঈদের পর, এপ্রিলের প্রথম সপ্তাহে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল, যেখানে দুটি সাদা বলের সিরিজ খেলবে টাইগাররা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা