× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুশফিককে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১৯:০৭ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৫ ১৯:২২ পিএম

তৃতীয় বিভাগ বাছাই লিগের উদ্বোধনকালে এই পরিকল্পনার কথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ; ছবি : আ. ই. আলীম

তৃতীয় বিভাগ বাছাই লিগের উদ্বোধনকালে এই পরিকল্পনার কথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ; ছবি : আ. ই. আলীম

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ক্রিকেটার মুশফিকুর রহিমকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৮ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় বিভাগ বাছাই লিগের উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই পরিকল্পনার কথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

২০২২ সালের এশিয়া কাপের পর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন মুশফিক। আড়াই বছর পর এবার চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থ মিশন শেষে বিদায় বলেছেন ওয়ানডে ক্রিকেটকে। সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানালেও টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের জন্য মুশফিককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বোর্ডপ্রধান।

ফারুক আহমেদ বলেন, ‘মুশফিক বাংলাদেশের ক্রিকেটের অন্যতম কিংবদন্তি। দীর্ঘ ১৯ বছর ধরে তিনি দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে গেছেন। ২০০৫ সালে ইংল্যান্ড সফর থেকে শুরু করে ২০০৭ বিশ্বকাপসহ বিভিন্ন সময়ে তিনি দারুণ ভূমিকা রেখেছেন। তার অর্জনগুলো আমরা স্মরণ করছি এবং বিসিবি থেকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করব।’

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলা, টানা সবচেয়ে বেশি ম্যাচ, দ্রুততম সেঞ্চুরি, দ্বিতীয় সর্বোচ্চ রানসহ আরও অনেক রেকর্ড-অর্জনকে সঙ্গী করে বিদায় নিয়েছেন মুশফিক। আপাতত মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত ৩৭ বছর বয়সি ক্রিকেটার। আগামী মাসের মাঝামাঝি দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। মুশফিককে এখন শুধু টেস্টেই জাতীয় দলে দেখা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা