× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব জুনিয়র দাবা

ড্র করে তাহসিনের নর্ম মিস, হেরেছেন নীড়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১৬:৫৩ পিএম

ড্র করে তাহসিনের নর্ম মিস, হেরেছেন নীড়

মন্টেনিগ্রোতে চলছে বিশ্ব জুনিয়র দাবা। বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সম্ভাবনা ছিল আন্তর্জাতিক মাস্টার হওয়ার। সেজন্য তাহসিনকে হারাতে হতো ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার সোকোলভস্কি ইয়াহলিকে। কিন্তু শুক্রবার রাতে তার সঙ্গে ড্র করেন তাহসিন। তাতে নর্ম মিস হয় তাহসিনের।

বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের সঙ্গে খেলা পড়েছিল ইসরায়েলের। সেই সময় বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব খেলতে অস্বীকৃতি জানান। তিনি না খেলায় এক বোর্ডে ইসরায়েল সরাসরি ওয়াকওভার পায়। যদিও অন্য তিন বোর্ডে বাংলাদেশের তিন দাবাড়ু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রতিযোগিতার শেষ রাউন্ডে বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিনের সঙ্গে ইসরায়েলের দাবাড়ুর খেলা পড়ে যায়। তিনি অবশ্য ম্যাচ খেলেই ড্র আদায় করেছেন। 

আন্তর্জাতিক মাস্টার নর্ম পেতে পারফরম্যান্স রেটিং ২৪৫০ পয়েন্ট হতে হয়। সপ্তম রাউন্ড শেষে তাহসিনের পয়েন্ট ২৪৩৯ হয়েছিল; এরপর ড্র এবং হেরে যাওয়ায় তাহসিনের রেটিং পিছিয়ে যায়। শুক্রবার সর্বশেষ সুযোগ ছিল। যদিও কালো ঘুটি নিয়ে ২৫০০ রেটিংয়ের বেশি দাবাড়ুকে হারানো অনেক কঠিন। নর্ম না পেলেও তাহসিনের রেটিং ১৫ পয়েন্ট বাড়বে এই টুর্নামেন্টের পর।

বিশ্ব জুনিয়র দাবার শেষ রাউন্ডে হেরে গেছেন বাংলাদেশের আরেক দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। গ্র্যান্ডমাস্টার নর্মের লক্ষ্যে গেলেও অত্যন্ত বাজে পারফরম্যান্স করেন তিনি। নর্মের সম্ভাবনা তৈরি করতে তো পারেননি, উল্টো আরও ১৮ পয়েন্ট কমবে টুর্নামেন্ট শেষে। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ১১ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট অর্জন করে ৮৩তম স্থান পেয়েছেন। তাহসিন ৬ পয়েন্ট নিয়ে ৫১তম হয়েছেন।

৯ পয়েন্ট নিয়ে বিশ্ব জুনিয়র দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের গ্র্যান্ডমাস্টার ভি প্রনভ। ৫৮ দেশের ১২ জন গ্র্যান্ডমাস্টার, ৩৭ জন আন্তর্জাতিক মাস্টার ও ৪৪ জন ফিদে মাস্টারসহ মোট ১৫৭ জন খেলোয়াড় ১১ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে এই খেলায় অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা