× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী দিবসে নারীদের নিরাপত্তা নিয়ে সাফজয়ী ঋতুপর্ণার প্রশ্ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১৬:১৯ পিএম

নারী দিবসে নারীদের নিরাপত্তা নিয়ে সাফজয়ী ঋতুপর্ণার প্রশ্ন

দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে ধর্ষণ আর নারী নির্যাতন। প্রতিনিয়তই পথে ঘাঠে হেনস্খার স্বীকার হচ্ছেন নারীরা। এসবের অনেকটাই থেকে যাচ্ছে আড়ালে। এর মাঝেই পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। বিশেষ এই দিনে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন বাংলাদেশের সাফজয়ী তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা।


আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ঋতুপর্ণা লিখেছেন, ‘আজকে নারী দিবসে দেশের মানুষের কাছে আমার একটা প্রশ্ন, বাংলাদেশে আজ নারীরা কতোটুকু নিরাপদ?’ ঋতুপর্ণার এই পোস্টে দুঃখপ্রকাশ করছেন, নারী নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছেন।

ঋতুপর্ণা নিজেও একটি মন্তব্য লিখেছেন, ‘আজকে দেশে আমাদের কোন প্রকার নিরাপত্তা নাই। ঘর থেকে বের হলেই নিজের ভিতরে ভয় কাজ করে, চারদিকে শুধু ধর্ষণ, খুন, অপহরণ, এই দেশ কবে ঠিক হবে?’


ঋতুপর্ণার পোস্টে  সামিনা ইসলাম নামের একজন লিখেছেন, “আপু যেখানে বাবার কাছে মেয়ে নিরাপদ না সেখানে বাংলাদেশের জনগণের কাছে নিরাপদ আশা করা খুব দুষ্কর।’ বশির আহমেদ নামে অপর একজন লিখেছেন, ‘৮ মার্চ নারী দিবস! যে দেশে নারীদের বিন্দু মাত্র নিরাপত্তা নাই সে দেশে নারী দিবস মানে তাদের সঙ্গে তামাশা ছাড়া কিছুই না।’


নারীর পোশাককে দায়ী করে নেতিবাচক কমেন্টেরও অভাব নেই। তবে ঋতুপর্ণার এই পোস্ট হেসে উড়িয়ে দেওয়ার লোকও কম নেই। ‘নারায়াণপুর স্পোর্টিং ক্লাব’ আইডি থেকে কমেন্ট করা হয়েছে, “তোমরা যেভাবে ক্যামেরার সামনে আসো, যেভাবে হাফ প্যান্ট এবং টি শার্ট পরে মাঠে দৌড়াদৌড়ি করছ, তাতে ধর্ষণ ছাড়া এদেশের মানুষের কাছ থেকে আর কী আশা করা যায়?’ ওই পোস্টেই হাফিজুর রহমান নামের একজন লিখেছেন, ‘নারীরা বেপরোয়া চলাফেরা আর টিকটক যেইদিন থেকে বন্ধ হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা