× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুবাইয়ে খেলায় ‘বাড়তি সুবিধা’ দেখেন না ভারতের ব্যাটিং কোচ!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১৩:১৩ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৫ ১৩:১৪ পিএম

ভারতের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলির সঙ্গে সিতানশু কোটাক। সংগৃহীত ছবি

ভারতের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলির সঙ্গে সিতানশু কোটাক। সংগৃহীত ছবি

ভারতের হেড কোচ গৌতাম গাম্ভিরের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন দলটির ব্যাটিং কোচ সিতানশু কোটাক। ভারতের বাড়তি সুবিধা প্রাপ্তির প্রসঙ্গে বেশ চটে গিয়েছিলেন গাম্ভির; এবার তাদের ব্যাটিং কোচের কণ্ঠে বিস্ময়। বুঝতেই পারছেন না তিনি, ভারত বাড়তি সুবিধা পেল কীভাবে।

দুবাইয়ের মাঠে অনুশীলনে ভারতীয় দল। সংগৃহীত ছবি

চ্যাম্পিয়নস ট্রফিজুড়েই এবার সবচেয়ে আলোচিত প্রসঙ্গ- ভারতের সুবিধা পাওয়ার বিষয়টি। টুর্নামেন্টে একমাত্র দল তারাই, তাদের সব ম্যাচ খেলছে একই শহরে একই মাঠে। অন্য সব দলকেই একাধিক শহরে, এমনকি একাধিক দেশেও খেলতে হয়েছে।

ভারতীয় সরকার পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি দেয়নি ক্রিকেট টিমকে। যে কারণে তাদের সব ম্যাচ রাখা হয়েছে দুবাইয়ে।ভারতের এই সুবিধা নিয়ে সরাসরি কথা বলেছেন অনেকে, কেউ কেউ তীব্র সমালোচনা করেছে, কেউ বলেছেন আকারে-ইঙ্গিতে। সেমিফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর বাড়তি ভ্রমণঝক্কি নিয়ে বিরক্তি প্রকাশ করে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার সরাসরিই বলেছেন, ফাইনালে নিউজিল্যান্ডকে সমর্থন করবেন তিনি।

কোচ গৌতম গাম্ভিরের সঙ্গে রোহিত শর্মা। সংগৃহীত ছবি

তবে ভারতীয় দল অটল নিজেদের ভাবনাতেই। যদিও এসব অটল থাকাকে অনেকে বলছেন চোরের মার বড় গলা। দুবাইয়ে সংবাদসাধ্যমের মুখোমুখি হয়ে সেই বার্তাই আবার দিলেন ব্যাটিং কোচ সিতানশু, ‘আমি তো বুঝতেই পারছি না, এখানে বাড়তি সুবিধার কী আছে এবং আমরা কোন সুবিধাটা পেলাম। সূচি তো অনেক আগেই চূড়ান্ত হয়েছে। ভারত যখন টানা চারটি ম্যাচ জিতেছে, লোকে তখন বাড়তি সুবিধার কথা বলছে।’

সংবাদ সম্মেলনে নিজেদের বাড়তি সুবিধাকে আরও বেশি নিজেদের পক্ষে নিতে একই কথা বলেছেন ভারতের ব্যাটিং কোচ, ‘টুর্নামেন্টের সূচি শুরু থেকেই এমন আছে। কিছুই বদলায়নি। ভারত ফাইনালে বলেই লোকে যদি এমন বলা শুরু করে, তাহলে তো খুবই রুঢ় ব্যাপার। খেলাটা এভাবেই হয়, সূচি অনুযায়ী। বাড়তি সুবিধার কিছু নেই, ভালো খেলেই জিততে হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা