× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর আরও একটি গোল, তবু জয় পায়নি আল নাসর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১১:১৯ এএম

আপডেট : ০৮ মার্চ ২০২৫ ১১:২৫ এএম

গত রাতে নিজের ক্যারিয়ারে ৯২৬তম গোলের উদ্‌যাপন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

গত রাতে নিজের ক্যারিয়ারে ৯২৬তম গোলের উদ্‌যাপন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

বয়স যে কেবলই একটি সংখ্যা তা বারবার প্রমাণ করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সেও গোল করে চলেছেন তিনি। আল নাসরের হয়ে আরও একটি গোল করেছেন পর্তুগিজ যুবরাজ। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এ বছরের জানুয়ারিতেই দারুণ এক রেকর্ড করেছেন তিনি। রোনালদোই বিশ্বের প্রথম ফুটবলার যিনি টানা ২৪টি ক্যালেন্ডার বছরে গোল করেছেন। অর্থাৎ ১৫ বছর বয়স থেকে গোল করছেন তিনি। এখনও তা চলছে।

গতকাল শুক্রবার রাতে আরও এক গোল করে নিজেকে ছাড়িয়ে গেলেন রোনালদো। বয়স অনুযায়ী গোলেরও যে ভারসাম্য করা সম্ভব তার উদাহরণ বোধকরি সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে নিজের ৯২৬তম গোল করেছেন। তাতে ৩০ বছরের আগে ও পরে মিলিয়ে গোলের সংখ্যায় ভারসাম্যও ধরে রাখার নজির স্থাপন করেছেন তিনি।

আল শাবাবের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে রোনালদো জাল কাঁপান প্রথমার্ধের স্টপেজ টাইমে। প্রাথমিকভাবে অফসাইডের ফাঁদে সেটা বাতিল হলেও পরে ভিএআর রিভিউতে টিকে গেছে। তাতে বয়স অনুযায়ী গোলের অনন্য এক ভারসাম্যের নজির গড়েছেন পর্তুগিজ তারকা। এক মাস আগে ৪০ স্পর্শ করা রোনালদোর এটি ছিল ৩০ বছর পার করার পর ৪৬৩তম গোল। ৩০তম জন্মদিনের আগেও একই সংখ্যক (৪৬৩) গোল ছিল তার ঝুলিতে।

একমাত্র ফুটবলার হিসেবে হাজার গোলের মাইলফলকের পেছনে ছুটতে থাকা রোনালদো আর ৭৪ গোল পিছিয়ে আছেন। বয়স ৪০ পার হওয়ার পরও পর্তুগিজ তারকা যেভাবে খেলছেন, তাতে এ কীর্তি গড়া তার জন্য সময়ের ব্যাপার মাত্র।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা