প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১০:২২ এএম
আপডেট : ০৮ মার্চ ২০২৫ ১০:৪৬ এএম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়ের সিংহভাগ আসে ফিফার ফান্ড থেকে। সে ফান্ডের অর্থ ব্যয়ে নির্দেশনা না মানায় ফিফা বাফুফেকে অর্থ ছাড়করণ করত বেশি কিস্তিতে। পর্যবেক্ষণের পর ফিফা সে অর্থ ছাড়করণের শিথিলতা প্রত্যাহার করেছে। গতকাল শুক্রবার রাতে ফিফার কাছ থেকে এ-সংক্রান্ত চিঠি পেয়েছে বাফুফে।
এর পরই কার্যনির্বাহী কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে ফিফা থেকে পাওয়া সুখবর দেয় ফেডারেশনের সচিবালয়। বাফুফের নতুন কমিটির জন্য এটা বেশ স্বস্তির খবর। এখন ফিফার অনুদান স্বাভাবিক কিস্তিতে পাবে বাফুফে। পাশাপাশি উন্নয়নমূলক আরও অনেক কর্মসূচিতে আবেদনের সুযোগ বাড়বে।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিফা ফান্ডের অডিটের জন্য ফিফার প্রতিনিধিদল এসেছিল ঢাকায়। বাফুফের ধারণা ছিল মার্চের মাঝামাঝি ফিফা থেকে একটি সংবাদ পাবে। প্রত্যাশিত সময়ের এক সপ্তাহ আগেই ফিফা থেকে এলো সেই সুখবর। ঢাকায় আসা প্রতিনিধিদলের প্রতিবেদনের ওপরই মূলত ফান্ড ছাড়করণের শিথিলতা সরেছে বাফুফের ওপর থেকে।
ফেডারেশনের তথ্যানুযায়ী, ২০১৮ সাল থেকে বাফুফে ফিফার আর্থিক অস্বচ্ছতার তালিকায় ছিল। আর্থিক অনুদান অতিরিক্ত কিস্তিতে পেলেও সেটা ছিল ফেডারেশনের জন্য অসম্মানের। ফিফা আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করার পর নতুন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের অন্যতম লক্ষ্য ছিল বাফুফেকে ফিফার এ তালিকা থেকে বের করা। নতুন সভাপতি তাবিথ আউয়ালও ফিফা প্রতিনিধির সম্প্রতি ঢাকা সফরকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন।