ঢাকা প্রিমিয়ার লিগ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ২০:৪৯ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৫ ২০:৫২ পিএম
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অধিনায়কেরা। ছবি: আ. ই. আলীম
ট্রফি নিয়ে অধিনায়কদের ফটো সেশন তো কতই হয়। কিন্তু অধিনায়করা সবাই সেখানে থাকেন না। বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত চিত্র এটি। এবারের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সেদিক থেকে ভিন্ন এক নজির দিয়েই শুরু হচ্ছে। দেশের সবচেয়ে পুরোনো ঘরোয়া টুর্নামেন্টে ট্রফি উন্মোচনের আয়োজনে উপস্থিত ছিলেন ১২ দলের অধিনায়কই!
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ডিপিএল। আগামী সোমবার শুরু হবে ১২ ক্লাবের পঞ্চাশ ওভারের ম্যাচের এই প্রতিযোগিতা। এর আগে গতকাল শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উন্মোচন করা হয় ডিপিএলের ট্রফি। বিসিবি ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কর্তাদের সঙ্গে মঞ্চে দাঁড়ান অধিনায়করা।
শুরুটা ইতিবাচক হলেও শেষটা কেমন হবে, বড় প্রশ্ন সেটিই। বিশেষ করে, ক্রিকেটারদের মধ্যে পারিশ্রমিক ঠিকঠাক পাওয়া নিয়ে শঙ্কা আছে প্রবলভাবেই। ১২ অধিনায়কের মধ্যে নামের ধারে-ভারে সবচেয়ে বড় তারকা যিনি, সেই তামিম ইকবাল লিগ শুরুর আগে সেই মৌলিক চাহিদা জানিয়ে রাখলেন, ক্রিকেটাররা যেন পারিশ্রমিক ঠিকঠাক পায়।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগকে আমি মনে করি, বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ড। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার… খেলা ভালো হোক, আম্পায়ারিং ভালো হোক, সব ঠিক আছে… কিন্তু ক্রিকেটারদের পেমেন্ট যেন নিশ্চিত করে সব ক্লাব। প্রতিটি ক্রিকেটার যেন পারিশ্রমিক পায়। এটাই আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
জাতীয় দল বা এর আশপাশে থাকা ক্রিকেটারদের জীবিকার বড় উৎস এই লিগ। রাজনৈতিক পালাবদলের জন্য এবার বিপিএলের মতো তেমনি ডিপিএলেও অনেক পারিশ্রমিক কমেছে। অবশ্য যে টাকা চুক্তি হয়েছে, সেটিও শতভাগ পাওয়া নিয়ে শঙ্কা আছে অনেক ক্রিকেটারেরই। গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত সেই বিষয়টিই সামনে এনেছেন, ‘ক্রিকেটাররা এবার অনেক ত্যাগ স্বীকার কারেছে। যে পরিমাণ অর্থ পাওয়ার কথা, সেখান থেকে অনেক ছাড় দেওয়া হয়েছে। যে পরিমাণ টাকা ঠিক করা হয়েছে, অন্তত সেই পরিমাণটুকু যেন সবাই পায়।’
এবারের ঢাকা লিগের ৮৪ ম্যাচের সবকটিই সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টসে। এ ছাড়া টুর্নামেন্টে আম্পায়ারিংয়ে স্বচ্ছতা বাড়াতে এই প্রথমবার ডিপিএলের নিজস্ব পদ্ধতিতে তৃতীয় আম্পায়ারের ব্যবস্থা করেছে সিসিডিএম। লিগের স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিসিবির দুর্নীতি দমন ইউনিট বেশ কিছু নতুন নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ক্রিকেটারদের ড্রেসিংরুমে অতিরিক্ত ব্যক্তির যাওয়া সীমিত রাখার ব্যবস্থা নেওয়া হবে।